মায়ের অনুপস্থিতিতে দীপাবলির আলোয় ঘর সাজালেন শুভশ্রী কণ্যা
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৫, ১৬:৫৮

দীপাবলির আনন্দ এবার আরও একটু অন্যরকম রূপ নিল টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পরিবারে। উৎসব মানেই যেখানে পুরো পরিবার একসঙ্গে সময় কাটায়, সেখানে এ বছর কাজের কারণে শুভশ্রীকে থাকতে হলো মালদহে কালীপুজোর উদ্বোধনে। তবে মায়ের অনুপস্থিতিতেও দীপাবলির আলোয় ঘর সাজাতে বিন্দুমাত্র খামতি রাখেনি তার ছোট্ট কন্যা ইয়ালিনী।
সম্প্রতি শুভশ্রীর ইনস্টাগ্রামে শেয়ার হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ইয়ালিনী একাই প্রদীপে সলতে পাকাচ্ছে, তেল ঢালছে, আর সযত্নে সব আয়োজন করছে আলোর উৎসবের জন্য। সুতার কাজ করা চমৎকার পোশাক, কপালে ছোট্ট টিপ পরে সেজেগুজে সে যেন ছোট্ট এক রোশনাই কন্যা।
প্রদীপ জ্বালানোর কাজে তাকে সাহায্য করে তার পিসতুতো দিদি সৃষ্টি পাণ্ডে। সৃষ্টির নির্দেশ মেনেই নিখুঁতভাবে সব কাজ করে ফেলেছে ইয়ালিনী। ভিডিওতে এক ঝলক দেখা গেছে ভাই ইউভানকেও। তবে এই বিশেষ মুহূর্তে ছিলেন না মা শুভশ্রী।
জানা গেছে, রোববার (১৯ অক্টোবর) শুভশ্রী গিয়েছিলেন মালদহে কালীপুজোর উদ্বোধন করতে। তাই মেয়ের দীপাবলি কাটেছে বাবা রাজ চক্রবর্তী, ভাই ইউভান, এবং পরিবারের অন্য সদস্যদের সঙ্গেই। কিন্তু আলোর উৎসবের মূল আকর্ষণ হয়ে উঠেছে ছোট্ট ইয়ালিনী। তার নিষ্পাপ আনন্দ আর দায়িত্ববোধের ছোঁয়ায় সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে এই ভিডিও।
শুভশ্রীর অনুরাগীরাও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন কমেন্ট বক্স। অনেকেই লিখেছেন, "আলো দিতে ছোট্ট একটা প্রদীপই যথেষ্ট, আর এখানে তো ইয়ালিনী নিজেই এক আলোর ঝর্ণা!"
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।