সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

ডিডিএলজের ৩০ বছর: রাজ-সিমরানের প্রেমকথা চলছেই মারাঠা মন্দিরে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৫, ১৮:২১

সংগৃহীত

বলিউডের প্রেমের সংজ্ঞাই পাল্টে দিয়েছিল যে সিনেমা, সেই ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ বা ডিডিএলজে-র আজ ৩০ বছর পূর্ণ হলো। ১৯৯৫ সালের ২০ অক্টোবর মুক্তি পেয়েছিল আদিত্য চোপড়া পরিচালিত এই ব্লকবাস্টার। মুক্তির তিন দশক পরেও রাজ এবং সিমরানের চরিত্রে শাহরুখ খান ও কাজলের জাদু এখনো দর্শকদের মুগ্ধ করে রেখেছে।

এই সিনেমার প্রেমকাহিনি যেমন নতুন ধারা সৃষ্টি করেছিল, তেমনি অমরেশ পুরী অভিনীত সিমরানের বাবা বলদেব সিংয়ের চরিত্রটি ছিল নিয়ন্ত্রিত স্বাধীনতার প্রতীক। অভিনেত্রী কাজল স্মৃতিচারণ করে বলেন, সুইজারল্যান্ডে বন্ধুদের সঙ্গে কাজ করার সেই সময়টা ছিল দারুণ মজার। এমনকি শুটিংয়ের পাগলাটে ঘটনা—যেমন শাড়ি পরে গরুর খোঁয়াড়ে শুটিং বা পাহাড় থেকে গড়িয়ে পড়ার কথাও আজও ভোলেননি তিনি।

শুধু রাজ-সিমরানের রসায়নই নয়, যতিন-ললিতের সুরে এই সিনেমার গানগুলোও কালজয়ী। ‘মেরে খওয়াবো ম্যায়’, ‘মেহেন্দি লাগা কে রাখনা’র মতো গানগুলো এখনো জনপ্রিয়তার তুঙ্গে। সংগীত পরিচালক যতিন-ললিত জানিয়েছেন, চার-পাঁচ মাস ধরে গানগুলো তৈরি হলেও, ৩০ বছর ধরে যে এমন জনপ্রিয়তা পাবে, তা ভাবেননি তাঁরা।

মাত্র ৪ কোটি রুপি বাজেটে নির্মিত এই সিনেমা আয় করেছিল ১০৪ কোটি রুপি। সবচেয়ে বড় কথা, মুক্তির পর থেকে মুম্বাইয়ের মারাঠা মন্দির হলে আজও চলছে এই সিনেমা। প্রেক্ষাগৃহের প্রধান মনোজ দেশাই জানান, ৩০ বছর পরও রবিবারে প্রায় ৫০০ দর্শক ভিড় করেন সিনেমাটি দেখতে। কারণ, এই ছবি কেবল গল্প নয়, এটি একটি সাংস্কৃতিক প্রতীক।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top