সালমান শাহ হত্যা মামলা: ২৯ বছর পর আদালতের আদেশে নতুন করে তদন্তের নির্দেশ
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৫, ২০:২৭

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু নিয়ে প্রায় তিন দশক পর হত্যা মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২০ অক্টোবর) ঢাকার ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ আদেশ দেন।
আদালত চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় তার মা নীলা চৌধুরীর দায়ের করা রিভিশন আবেদন মঞ্জুর করেছেন। এ বিষয়ে নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবিদ হাসান।
আদালত সালমান শাহর বাবা কমর উদ্দিন চৌধুরীর পূর্বের অভিযোগ এবং ঘটনায় জড়িত রিজভী আহমেদ ওরফে ফরহাদ নামের একজন আসামির দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি মামলার সঙ্গে সংযুক্ত করে নতুন করে হত্যা মামলা দায়েরের নির্দেশ দেন। পাশাপাশি মামলার তদন্তভার দেওয়া হয়েছে রমনা মডেল থানাকে এবং দ্রুত তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশও প্রদান করা হয়েছে।
আইনজীবী আবিদ হাসান বলেন, “সালমান শাহর মৃত্যুর পর তার বাবা রমনা থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছিলেন। পরে তিনি মামলাটিকে হত্যা মামলায় রূপান্তরের আবেদন করলেও তা আমলে নেওয়া হয়নি।” তিনি আরও জানান, রিজভী আহমেদ ওরফে ফরহাদ নামে একজন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, যেখানে সালমান শাহকে কীভাবে হত্যা করা হয়েছে, তার বিস্তারিত বর্ণনা রয়েছে।
“এরপরও মামলাটি আলোর মুখ দেখেনি,” বলেন আবিদ হাসান। “পরে পিবিআই তদন্ত করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে এবং আদালত সেই প্রতিবেদন আমলে নিয়ে আসামিদের অব্যাহতির আদেশ দেন। আজ আদালত সেই আদেশ বাতিল করেছেন।”
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের নিজ বাসায় রহস্যজনকভাবে মৃত্যু হয় সালমান শাহর। প্রথমে ঘটনাটি আত্মহত্যা বলে ধরে নেওয়া হলেও শুরু থেকেই তার পরিবার ও ভক্তরা এটি হত্যাকাণ্ড বলে দাবি করে আসছিলেন।
এই আদেশের মাধ্যমে সালমান শাহর মৃত্যুর ঘটনা নতুন করে বিচারিক প্রক্রিয়ায় প্রবেশ করল, যা তার ভক্ত ও পরিবারকে দীর্ঘ প্রতীক্ষার পর কিছুটা আশার আলো দেখিয়েছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।