রনবীর-আলিয়া ভাটের সিনেমাটি কেনো ছেড়েছেন জয়া
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৫, ১৫:৫১

বলিউড তারকা রণবীর সিং ও আলিয়া ভাট অভিনীত ২০২৩ সালের হিট সিনেমা ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-তে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ছবিটি পরিচালনা করেন প্রখ্যাত নির্মাতা করন জোহর, এবং প্রযোজনা করে তাঁর প্রতিষ্ঠান ধর্মা প্রোডাকশনস ও ভায়াকম ১৮ স্টুডিওজ।
তবে শেষ পর্যন্ত এই সিনেমায় দেখা যায়নি জয়া আহসানকে। বিষয়টি সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় শো ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে আলোচনায় আসে। এক প্রশ্নের জবাবে জয়া বলেন,“ক্যারেক্টারটা অন্য রকম ছিল, পরে আর ওটা হয়নি। করিনি তখন, করা হয়নি। ঠিক আছে। যেটা ভাগ্যে থাকবে, যেটা আমার জন্য প্ল্যানড থাকবে, সেটা হবেই।”
যদিও ঠিক কোন চরিত্রে তাঁকে প্রস্তাব দেওয়া হয়েছিল, তা প্রকাশ করেননি জয়া। উল্লেখ্য, সিনেমাটিতে রণবীর ও আলিয়ার পাশাপাশি অভিনয় করেছেন জয়া বচ্চন, ধর্মেন্দ্র, শাবানা আজমি, টোটা রায় চৌধুরী ও চূর্ণী গাঙ্গুলীর মতো তারকারা।
‘রকি অউর রানি…’ ছবিতে অভিনয় না করলেও, পরে ‘কড়ক সিং’ নামের একটি হিন্দি সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে জয়ার। কলকাতার জনপ্রিয় পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত ছবিটিতে তাঁর বিপরীতে ছিলেন বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি।
উল্লেখ্য, জয়া আহসান ও বলিউডের সংযোগ নতুন নয়। এর আগেও ‘রাজকাহিনী’ সিনেমায় তাঁর অভিনয় দেখে মুগ্ধ হয়ে সরাসরি ফোন করে প্রশংসা জানিয়েছিলেন বিদ্যা বালান।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।