মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২

পরিণীতির পুত্র সন্তানের আগমন! খালা প্রিয়াঙ্কা নিউ ইয়র্ক থেকে পাঠালেন বিশেষ বার্তা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৫, ১৭:০৩

সংগৃহীত

অবশেষে অপেক্ষার অবসান! পুত্র সন্তানের মা হলেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। দীপাবলির আগেই পরিণীতি ও রাঘব চড্ডার সংসারে এল নতুন সদস্য। সুখবর নিজেরাই সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন তারকাদম্পতি। জানিয়েছেন, অবশেষে সে এসে গিয়েছে। আমাদের পুত্রসন্তান।

খবর প্রকাশ্যে আসতেই তারকা দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন বহু তারকা। আর সদ্যজাতের জন্য শুভেচ্ছাবার্তা এল সুদূর নিউ ইয়র্ক থেকে। খালা প্রিয়াঙ্কা চোপড়া কী লিখলেন?

এই পোস্ট সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন প্রিয়াঙ্কা। পরিণীতি, রাঘব ও পরিণীতির বাবা-মাকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। খালা হিসেবে এই নতুন সদস্যের আগমনে তিনি যে উচ্ছ্বসিত, তা স্পষ্ট।

গত বছর সেপ্টেম্বরে রাঘব চড্ডার সঙ্গে বিয়ে হয়েছিল পরিণীতির। তবে সেই বিয়েতে প্রিয়াঙ্কার অনুপস্থিতি নিয়ে আলোচনা হয়েছিল। যদিও পরে প্রিয়াঙ্কার মা মধু চোপড়া জানিয়েছিলেন, কাজের জন্যই আসতে পারেননি প্রিয়াঙ্কা।

তখনও শুভেচ্ছাবার্তা পাঠিয়েছিলেন প্রিয়াঙ্কা। আর এবার, নতুন অতিথির আগমনে আবারও স্নেহের বার্তা পাঠালেন খালা। বোনের সন্তানের জন্য প্রিয়াঙ্কার এই বার্তা দুই তুতো বোনের অটুট সম্পর্কের ছবি তুলে ধরল। আপাতত দিল্লিই পরিণীতির স্থায়ী বাসস্থান, সেখানেই সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top