মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২

মারা গেছে বলিউডের কিংবদন্তি কৌতুকাভিনেতা গোবর্ধন আসরানি

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৫, ১৭:১২

সংগৃহীত

চলে গেলেন বলিউডের কিংবদন্তি কৌতুকাভিনেতা গোবর্ধন আসরানি। সোমবার (২১ অক্টোবর) বিকেল ৪টার দিকে মুম্বাইয়ের জুহু এলাকার আরোগ্য নিধি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।

‎গোবর্ধন আসরানির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ভাতিজা অশোক আসরানি। জানা গেছে, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন এই প্রবীণ অভিনেতা। হাসপাতালে ভর্তি অবস্থায় তাঁর ফুসফুসে পানি জমে যায়। কয়েকদিন যাবৎ চিকিৎসকদের সঙ্গে মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন তিনি। অবশেষে দীপাবলির আলোর মাঝে চিরবিদায় নিলেন হিন্দি সিনেমার এই প্রজন্মজয়ী কৌতুকাভিনেতা।

‎গোবর্ধন আসরানি এক অসাধারণ ক্যারিয়ার রেখে গেছেন হিন্দি চলচ্চিত্র জগতে। পাঁচ দশকেরও বেশি সময় ধরে তিনি ৩৫০টিরও বেশি হিন্দি ছবিতে অভিনয় করেছেন। তাঁর সবচেয়ে জনপ্রিয় চরিত্রগুলোর একটি ছিল ১৯৭৫ সালের সুপারহিট ছবি ‘শোলে’-র জেলারের চরিত্র।

‎এই চরিত্রে তার অনবদ্য অভিনয় দর্শকদের মনে আজও গেঁথে আছে। অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, হেমা মালিনী ও আমজাদ খানের মতো তারকাদের মাঝে দাঁড়িয়ে আসরানি প্রমাণ করেছিলেন, পার্শ্বচরিত্রেও একজন শিল্পী কীভাবে দর্শকের হৃদয় জয় করতে পারেন।

‎‘শোলে’-র পরিচালক রমেশ সিপ্পি শোক প্রকাশ করে বলেন, “এই মৃত্যুটা খুব হঠাৎ মনে হচ্ছে। সম্প্রতি আমাদের দেখা হয়েছিল, তখন তিনি পুরোপুরি সুস্থ ছিলেন। আমি তাঁকে সবসময় মনে রাখব। ‘শোলে’-র জেলারের চরিত্রটি তার জীবনের শ্রেষ্ঠ কাজ। আমার মনে হয়, এই চরিত্রটির জন্যই তিনি জন্মেছিলেন।”

‎গোবর্ধন আসরানির অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে— ‘মেরে আপনে’, ‘বাওয়ার্চি’, ‘চুপকে চুপকে’, ‘অভিমান’, ‘সরগম’, ‘অমর আকবর অ্যান্টনি’ প্রভৃতি। প্রতিটি ছবিতেই তিনি দর্শকদের মুখে হাসি ফোটাতে পেরেছেন তাঁর নিজস্ব স্টাইল ও অভিব্যক্তিতে।

‎গোবর্ধন আসরানির প্রয়াণে বলিউডে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তাঁর অবদান চিরকাল স্মরণ করবে ভারতীয় সিনেমা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top