গিফট নিয়ে বিপাকে তানজিন তিশা

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৫, ১৭:২৩

সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা এবার উপহারের প্রসঙ্গ টেনে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করলেন। এক নারী উদ্যোক্তার পাঠানো গিফটের সঙ্গে ফটোশুটের ‘পরোক্ষ দাবি’ নিয়েই সোশ্যাল মিডিয়ায় সরব হন এই অভিনেত্রী।

‎রোববার (২০ অক্টোবর) নিজের ফেসবুক বা ইনস্টাগ্রাম স্টোরিতে তিশা লেখেন—

‎“গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক। হাহা! আর ফটোশুটই যদি করাতে চান, পারিশ্রমিক কই? আজব নারী উদ্যোক্তা! আপনার গিফটরে সালাম।”

‎এই পোস্ট সামনে আসতেই কমেন্ট বক্সে নানান প্রতিক্রিয়া জানাতে থাকেন নেটিজেনরা। কেউ অভিনেত্রীকে সমর্থন জানিয়েছেন, আবার কেউ ঘটনার বিস্তারিত জানতে চেয়েছেন।

‎ইউসুফ আলী নামের এক নেটিজেন পরামর্শ দেন, “আপু, এদের মতো উদ্যোক্তার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবেন।”

‎আরেকজন লেখেন, “আচ্ছা, এদের পিছে পড়ে আছে কারা? তাদের কি আজাইরা কাজ নেই?”

‎তবে কেউ কেউ কৌতূহল নিয়ে জানতে চান, “কি হলো আবার?”

‎তানজিন তিশা এর আগেও সোশ্যাল মিডিয়ায় নিজের স্পষ্ট মতামতের জন্য আলোচনায় এসেছেন। সামাজিক নানা বিষয়ে যেমন তিনি সরব, তেমনি নিজের কাজ ও ব্যক্তিগত অবস্থান নিয়েও মুখ খোলেন অকপটে।

‎উল্লেখ্য, তানজিন তিশা ফ্যাশন দুনিয়া থেকে শোবিজে পা রাখেন। রিজভি ওয়াহিদ ও শুভমিতার গাওয়া ‘চোখেরি পলকে’ গানের ভিডিও দিয়ে নজর কাড়েন তিনি। এরপর একাধিক নাটক ও টেলিছবিতে অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেন ছোট পর্দার অন্যতম তারকা হিসেবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top