টেলিভিশনে আসছে গিয়াসউদ্দিন সেলিমের ‘কাজলরেখা’

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৫, ১৭:৫২

সংগৃহীত

গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত আলোচিত সিনেমা ‘কাজলরেখা’ এবার প্রথমবারের মতো টেলিভিশনের পর্দায় আসছে। মাছরাঙা টেলিভিশন ছবিটির সম্প্রচার স্বত্ব অর্জন করেছে। সম্প্রতি মাছরাঙার সঙ্গে এই বিষয়ে একটি চুক্তি সম্পন্ন করেছেন নির্মাতা।

‎প্রায় ৪০০ বছরের পুরোনো ‘মৈমনসিংহ গীতিকা’র ‘কাজলরেখা’ গীতিকাব্য অবলম্বনে নির্মিত সিনেমাটি মুক্তি পেয়েছিল গেল বছর। বক্স অফিসে খুব একটা সফল না হলেও, সিনেমাটি দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ায়। চলতি বছরের জানুয়ারিতে এটি প্রদর্শিত হয় আন্তর্জাতিক মঞ্চে—নেদারল্যান্ডসের ‘রটারডাম চলচ্চিত্র উৎসব’-এ।

‎বাংলার লোকসংস্কৃতির ঐতিহ্যের স্মারক এই গীতিকাব্যকে কেন্দ্র করে নির্মিত সংগীতনির্ভর এই ছবিটি সামনে কোনো একটি উৎসব উপলক্ষে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে বলে জানিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ।

‎ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। কাজলরেখার কিশোরী বয়সের চরিত্রে দেখা যাবে সাদিয়া আয়মানকে। সূচ রাজা চরিত্রে রয়েছেন শরিফুল রাজ এবং কঙ্কণ দাসী চরিত্রে অভিনয় করেছেন রাফিয়াত রশিদ মিথিলা। আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ইরেশ যাকের, খায়রুল বাসার, শাহানা সুমি, ইরফান সেলিম সুজয়সহ অনেকে।

‎‎‘কাজলরেখা’ শুধু একটি চলচ্চিত্র নয়, এটি বাংলার লোকজ সংস্কৃতির গল্পকে বড় পর্দায় তুলে ধরার এক অনন্য প্রয়াস।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top