সালমান শাহ হত্যা মামলায় আসামি হলেন যারা
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৫, ১৮:৫১

ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি চিত্রনায়ক সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে—এমন অভিযোগে রাজধানীর রমনা থানায় হত্যা মামলা দায়ের করেছেন সালমানের মামা মোহাম্মদ আলমগীর। মামলায় ১১ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে এবং আরও অনেক অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে।
মামলার আসামিরা হলেন:সালমান শাহের স্ত্রী সামীরা হক,শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই,লতিফা হক লুছি,খলনায়ক ডন,ডেবিট,জাভেদ,ফারুক,মে-ফেয়ার বিউটি সেন্টারের রুবি,আব্দুস ছাত্তার,সাজু ও রেজভি আহমেদ ফরহাদ।
এর আগে সালমান শাহের মৃত্যুকে ‘অপমৃত্যু’ হিসেবে রমনা থানায় মামলা হিসেবে রেকর্ড করা হয়েছিল। তবে দীর্ঘদিন পর নতুন মোড় নেয় মামলাটি। গতকাল সোমবার ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস বাদীপক্ষের করা রিভিশন মঞ্জুর করে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন।
সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর থেকে এটি আত্মহত্যা না হত্যা—সেই বিতর্ক নিয়েই চলেছে দীর্ঘদিন।
এ বিষয়ে সালমান শাহের মা নীলা চৌধুরী, যিনি বর্তমানে লন্ডনে অবস্থান করছেন, সমকালকে বলেন,
“এখন একটাই চাওয়া—ছেলে হত্যার বিচার চাই।”
তিনি আরও বলেন, “আমার ছেলের মৃত্যুকে বারবার আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু আদালতের রিভিশন মঞ্জুরের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে—আমাদের অভিযোগ সঠিক। আমরা আদালতে এর প্রমাণ দিতে পারবো।”
সালমান শাহের মা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আসামিরা যাতে দেশত্যাগ করতে না পারে, সে বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে। প্রশাসনকে এখন বিষয়টি গুরুত্বসহকারে দেখতে হবে।”
সালমান শাহ ছিলেন ৯০-এর দশকের অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক। তাঁর হঠাৎ মৃত্যু ঢাকাই চলচ্চিত্র অঙ্গনে এক শোকাবহ অধ্যায় হয়ে আছে এখনো।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।