রণবীর-দীপিকার মেয়ে 'দুয়া'-র প্রথম ছবি প্রকাশ্যে
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৫, ২৩:৩১

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দীপাবলির ঠিক পরের দিন, প্রথমবার প্রকাশ্যে এলো রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের কন্যাসন্তান 'দুয়া'-র ছবি। মঙ্গলবার সোশাল মিডিয়ায় দীপাবলি উদযাপনের বেশ কয়েকটি ঝলমলে ছবি ভাগ করে নেন বলিউডের এই জনপ্রিয় তারকাদম্পতি।
ছবিগুলিতে দেখা যাচ্ছে, হাসিমুখে মা-বাবার সঙ্গে রয়েছে একরত্তি দুয়াও। পরনে লাল রঙের চমৎকার পোশাক, মাথায় ছোট্ট টিকলি—এককথায় রাজকন্যার মতোই সেজেছে রণবীর-দীপিকার কন্যা। মেয়ের সঙ্গে মিলিয়ে দীপিকাও পরেছেন লাল সালোয়ার-কামিজ ও ভারী গয়না। অন্যদিকে রণবীরকে দেখা গেছে সাদা পাঞ্জাবি-পাজামা ও একই রঙের জহর কোর্টে।
২০২৪ সালের ৮ সেপ্টেম্বর দীপিকার কোল আলো করে জন্ম নেয় তাঁদের প্রথম সন্তান, নাম রাখা হয় 'দুয়া'। সেই নাম নিয়েও কম বিতর্ক হয়নি। সোশাল মিডিয়ায় একাংশ প্রশ্ন তোলে—কেন মেয়ের এমন নাম রাখা হল? জবাবে রণবীর ও দীপিকা জানান, ‘‘এই নাম আমরা রেখেছি কারণ 'দুয়া' শব্দটির অর্থই আমাদের কাছে মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্তি।’’
গত এক বছর ধরে মেয়েকে সবসময় পাপারাজ্জিদের চোখ থেকে আড়ালে রাখার চেষ্টা করেছেন দীপবীর। মেয়ের গোপনীয়তা রক্ষা করতে দীপিকা অনেক সময় ক্ষুব্ধও হয়েছেন প্রকাশ্যে ছবি তোলা নিয়ে। তবে দীপাবলির এই শুভ সময়ে নিজের অনুরাগীদের সঙ্গে ছোট্ট দুয়ার প্রথম ঝলক ভাগ করে নিয়ে সকলকে চমকে দিলেন তাঁরা।
দীপাবলির আলোয় আলোকিত এই নতুন অধ্যায়ে দীপবীর পরিবারে যেন উজ্জ্বল হয়ে উঠল আরও একটি 'আলো'—দুয়া।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।