প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী জয়া আহসান
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫, ১৩:৩৭

প্লাস্টিক সার্জারি নিয়ে তারকাদের মধ্যে গোপনীয়তা থাকলেও, এবার ব্যতিক্রম ঘটালেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তিনি সরাসরি এই বিষয়ে মুখ খুলেছেন।
সম্প্রতি একটি বেসরকারি গণমাধ্যমের অনুষ্ঠানে জয়া আহসান জানান, মানুষ মনে করে, তাঁর পুরো শরীরে প্লাস্টিক সার্জারি করা হয়েছে। তিনি বলেন, “মানুষ বলে, আমার পুরো শরীর নাকি প্লাস্টিক সার্জারি করা। এটা আমি শুনেছি। আমার নাকি মাথা থেকে পা পর্যন্ত প্লাস্টিক সার্জারি করা।”
তিনি আরও উল্লেখ করেন, মানুষ মনে করে তিনি বোটক্সসহ নানা কিছু ব্যবহার করেন। তিনি মাঝে মাঝে এসব দেখেন এবং মন্তব্য বাক্সের ভাষা দেখলে দেশের পুরুষদের মানসিক অবস্থা বোঝা যায় বলে মন্তব্য করেন।
তবে অভিনেত্রী নিজে প্লাস্টিক সার্জারি করেছেন কি না, সেই বিষয়ে তিনি সরাসরি কোনো মন্তব্য করেননি। জয়ার এই খোলামেলা আলোচনা এখন টক অফ দ্য টাউন।
এ সময় ট্রল নিয়েও কথা বলেন তিনি। ২০১৬ সালের ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ২’ ছবির ‘মারোওও’ সংলাপটি নিয়ে ট্রল হওয়া প্রসঙ্গে জয়া বলেন, এটা খুব দরকার ছিল, পচানি খাইছি—ভালো হয়েছে তো! ভুলগুলো নিয়েই আজকের জয়া আমি। এই অভিনেত্রীর সর্বশেষ ছবি ‘ফেরেশতে’ মুক্তি পেয়েছে ১৯ সেপ্টেম্বর।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।