বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

শাড়ি বিতর্কে তানজিন তিশা: গিফট নিয়ে হলাম প্রতারক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫, ১৩:৫৯

সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা এবার জড়ালেন এক বিতর্কে। এক নারী উদ্যোক্তার গুরুতর অভিযোগের পরিপ্রেক্ষিতে অবশেষে মুখ খুলেছেন তিনি। ওই নারী উদ্যোক্তার অভিযোগ, প্রমোশনের শর্তে তিশা তার কাছ থেকে একটি শাড়ি নিয়েছিলেন। কিন্তু দীর্ঘ ১০ মাস পেরিয়ে গেলেও তিনি সেই শর্ত রক্ষা করেননি।

জানা যায়, গত জানুয়ারি মাসে তিশা নিজেই ওই অনলাইন ফ্যাশন পেজের সঙ্গে যোগাযোগ করে জামদানি শাড়ি দেখেন। পরে বিনা মূল্যে শাড়িটি নিয়ে এর প্রমোশন করে দেওয়ার প্রস্তাব তিনি লুফে নেন।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিলে অবশেষে তিশা একটি ফেসবুক পোস্টের মাধ্যমে এর জবাব দেন। পোস্টে তিনি নিজেকে 'প্রতারক' উল্লেখ করে হাস্যরসের ছলে লেখেন, "গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক। হাহা!"

তিনি আরও প্রশ্ন তোলেন, "আর ফটোশুটই যদি করাতে চান পারিশ্রমিক কই? আজব নারী উদ্যোক্তা! আপনার গিফটরে সালাম।" অর্থাৎ, উপহারের বিনিময়ে ফটোশুট প্রত্যাশা নিয়েই প্রশ্ন তুলেছেন এই অভিনেত্রী। অভিনেত্রীর এমন স্পষ্টবাদী মন্তব্যের পর নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top