জয়া আহসান পরলেন মায়ের বিয়ের শাড়ি, জানালেন স্মৃতিমাখা গল্প
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫, ১৫:৫৫

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি বিশেষ ফটোশুটের ছবি শেয়ার করেছেন, যেখানে তিনি পরেছেন তার মায়ের ৪৫ বছরের পুরনো বিয়ের শাড়ি। এই ফটোশুট যেমন তার জন্য আবেগের, তেমনি ভক্তদের জন্যও এক গভীর স্মৃতির অংশ হয়ে উঠেছে।
ছবিগুলোর সঙ্গে জয়া জানিয়েছেন, ছবিতে যে দুটি শাড়ি তিনি পরেছেন, সেগুলো তার মা রেহানার বিয়ের ও বৌভাতের শাড়ি। তার ভাষায়, "এই দুটো শাড়ির বয়স ৪৫ বছর। একটা বিয়ের, একটা বৌভাতের। বাবা কিনে নিয়ে গেছিলেন কলকাতা থেকেই। সোনার সুতোয় কাজ করা এক চিরন্তন রূপকথা, এখনও যেন ঠিক নতুন নতুন বিবাহের গন্ধে ভরপুর।"
জয়া আরও জানান, এই শাড়ি দুটিকে ঘিরে রয়েছে তার অগণিত স্মৃতি। কৈশোরে তিনি ও তার বোন শাড়ি দুটি পরার জন্য প্রতিযোগিতায় মেতেছিলেন বারবার। "আমি বলতাম নীলটা আমার, বোনের পছন্দ ছিল টুকটুকে লালটা!"— জানিয়ে জয়া বলেন, সময়ের সঙ্গে এই শাড়িগুলো তাদের কাছে হয়ে উঠেছে এক অমূল্য ঐতিহ্য।
শুধু শাড়ি নয়, মায়ের পুরোনো সব শাড়িই নিজের কাছে যত্নে রেখে দিয়েছেন জয়া। ন্যাপথলিনে মোড়া সেই স্মৃতির জিনিসগুলো যেন তার নিজের অস্তিত্বেরই এক অংশ। স্মৃতিকাতর হয়ে তিনি লেখেন, "মৌসুমী ভৌমিকের গানের সেই যে মরমী লাইনটা, ‘কিছু ফেলতে পারি না’ — আমার হয়েছে সেই অবস্থা।"
শেষে জয়া জানান, হঠাৎ করেই এই শাড়ি দুটো পরে ছবি তোলার সুযোগ হয়েছিল, আর তা সুন্দরভাবে স্টাইলিং করে ফটোশ্যুটে তুলে ধরেছেন তিনি। "আশা করি সকলের পছন্দ হবে এই ফটোশ্যুট,"— এমনটাই জানান অভিনেত্রী।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।