৬১ বছর বয়সে পুত্র সন্তানের বাবা হলেন জেমস
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫, ১৭:১০

দেশের ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তি নগর বাউল জেমস আবারও নতুন জীবনে পা রেখেছেন। যুক্তরাষ্ট্র প্রবাসী নৃত্যশিল্পী নামিয়া আমিনকে (বর্তমানে নামিয়া আনাম) বিয়ে করেছেন তিনি। এটি জেমসের তৃতীয় বিয়ে। এরইমধ্যে এই দম্পতির ঘর আলো করে এসেছে একটি পুত্র সন্তান—জিবরান আনাম।
২০২৩ সালে আমেরিকা ট্যুরের সময় লস অ্যাঞ্জেলেসে এক সঙ্গীতানুষ্ঠানে নামিয়ার সঙ্গে পরিচয় হয় জেমসের। সেই পরিচয় থেকে বন্ধুত্ব, এবং শেষমেশ প্রেম। ট্যুর শেষে দেশে ফিরলেও তাদের সম্পর্ক অটুট থাকে। ২০২৪ সালের ১২ জুন ঢাকায় গাঁটছড়া বাঁধেন তারা। এরপর থেকেই রাজধানীর বনানীর বাসায় বসবাস করছেন এই দম্পতি।
২০২৫ সালের ৮ জুন, নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে স্থানীয় সময় রাত ৩টা ৩৫ মিনিটে জন্ম নেয় জেমস ও নামিয়ার প্রথম পুত্র সন্তান, জিবরান আনাম। মা ও সন্তান দুজনই সুস্থ আছেন বলে জানা গেছে।
নামিয়া আমিন বেড়ে উঠেছেন যুক্তরাষ্ট্রে। নৃত্যশিল্পী হিসেবে তার রয়েছে আলাদা পরিচিতি। তার পিতা নুরুল আমিন ও মাতা নাহিদ আমিন দীর্ঘদিন ধরে আমেরিকায় বসবাস করছেন।
এর আগে জেমসের প্রথম স্ত্রী ছিলেন চিত্রনায়িকা রথি, যাঁর ঘরে জেমসের এক পুত্র দানিশ ও কন্যা জান্নাত রয়েছে। দুজনই বর্তমানে উচ্চশিক্ষা শেষ করে নিজেদের জীবনে প্রতিষ্ঠিত।
দ্বিতীয় স্ত্রী ছিলেন বেনজীর সাজ্জাদ, যিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের ডালাসে মেয়ে জাহানকে নিয়ে স্থায়ীভাবে বসবাস করছেন। পেশাগত কারণে ২০১৪ সালে জেমস ও বেনজীর আলাদা হয়ে যান।
নতুন জীবন ও সন্তানের আগমনে বেশ খুশি জেমস। নিজের অনুভূতি জানিয়ে তিনি বলেন,
"আল্লার অশেষ কৃপায় ভালো আছি। যতদিন বাঁচি, যেন গান গেয়ে যেতে পারি। দোয়া চাই সবার কাছে। সবাই আমাকে প্রার্থনায় রাখবেন।"
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।