তানজিন তিশার বিরুদ্ধে শাড়ি প্রমোশন না করার অভিযোগে আইনি নোটিশ
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫, ১৭:১৯

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে আইনি নোটিশ পাঠিয়েছেন ঝিলিক নামের এক নারী উদ্যোক্তা। অভিযোগে বলা হয়েছে, তানজিন তিশা প্রতিশ্রুতি অনুযায়ী একটি প্রমোশনাল ফটোশুট করেননি, যার ফলে উদ্যোক্তা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।
আইনি নোটিশে উল্লেখ করা হয়, উদ্যোক্তার পরিচালিত একটি অনলাইন পেজে তানজিন তিশা একটি শাড়ি পছন্দ করেন, যার বাজার মূল্য ২৮,৮০০ টাকা। তিনি নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম আইডি থেকে শাড়িটি কেনার আগ্রহ দেখালে, উদ্যোক্তা সেটি বিনামূল্যে দিয়ে দেন, এই শর্তে যে, তিশা সেটি পরে তাদের পেজে প্রমোশন করবেন।
নোটিশে দাবি করা হয়, চলতি বছরের ১৮ জানুয়ারি তানজিন তিশা শাড়িটি গ্রহণ করেন। এরপর থেকে একাধিকবার অনুরোধ ও যোগাযোগের পরেও তিনি শাড়ি পরে কোনো ফটোশুট বা প্রমোশন করেননি। এমনকি গত ছয় মাস ধরে উদ্যোক্তার সঙ্গে কোনো যোগাযোগও রাখেননি।
এছাড়া নোটিশে আরও বলা হয়, বিষয়টি নিয়ে বিভিন্ন অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশের পর তানজিন তিশা নিজের ফেসবুক আইডিতে মন্তব্য করেন, "গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক।" যা উদ্যোক্তার দাবি অনুযায়ী মানহানিকর, বানোয়াট এবং সত্য গোপনের প্রচেষ্টা।
আইনি নোটিশে ৭ দিনের মধ্যে শাড়িটির মূল্য এবং ক্ষতিপূরণ মিলিয়ে ১ লাখ টাকা পরিশোধের দাবি জানানো হয়েছে। একইসঙ্গে উদ্যোক্তার কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ রয়েছে।
এ বিষয়ে তানজিন তিশার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। অনেকেই একে অনাকাঙ্ক্ষিত ও পেশাদারিত্বহীন আচরণ হিসেবে দেখছেন, আবার কেউ কেউ অভিনেত্রীর পক্ষে কথা বলছেন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।