বৃহঃস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

আরফিন রুমি তৃতীয়বারের মতো বাবা হয়েছেন

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫, ২১:২১

সংগৃহীত

জনপ্রিয় সংগীতশিল্পী আরফিন রুমি তৃতীয়বারের মতো পিতৃত্বের স্বাদ পেলেন। বুধবার (নিউইয়র্ক সময় সকাল সাড়ে সাতটা) তাঁর স্ত্রী কামরুন নেসা একটি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। সন্তান ও মা দুজনেই সুস্থ আছেন বলে জানিয়েছেন রুমি।

‎নবজাতকের নাম রাখা হয়েছে কিয়ান আরফিন আরহান। নতুন অতিথির আগমনে রুমি ও তাঁর পরিবারের সদস্যরা আনন্দে উৎফুল্ল।

‎আজ সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে সুখবরটি ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ভাগ করে নেন রুমি। পোস্টে তিনি লেখেন,

‎“আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত কৃতজ্ঞ ও আনন্দিত। মা ও ছেলে দুজনেই ভালো আছে। সবার কাছে দোয়া চাই আমার ছোট্ট কিয়ানের জন্য।”

‎রুমির পোস্টের পরপরই অসংখ্য শুভেচ্ছা বার্তায় ভরে ওঠে মন্তব্যের ঘর। সহকর্মী শিল্পী থেকে শুরু করে অগণিত ভক্ত নবজাতক ও মায়ের সুস্থতা কামনা করে শুভেচ্ছা জানান।

‎উল্লেখ্য, কামরুন নেসা রুমির দ্বিতীয় স্ত্রী। এই দম্পতির আরও একটি পুত্রসন্তান রয়েছে। এর আগে রুমি লামিয়া ইসলামকে বিয়ে করেছিলেন, সে সংসারেও তাঁর একটি পুত্রসন্তান রয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top