শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২

সালমান শাহকে হত্যার জন্য শাশুড়ি ১২ লাখ টাকায় কিলার ভাড়া করেন

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫, ২২:২৬

সংগৃহীত

বাংলা চলচ্চিত্রের নব্বই দশকের জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় ২৯ বছর পর আবারও আলোচনায় উঠে এসেছে তার অকাল প্রয়াণ। এতদিন যেটিকে ‘আত্মহত্যা’ বলা হচ্ছিল, সেটি এখন নতুনভাবে ‘হত্যা’ হিসেবে চিহ্নিত হচ্ছে আদালতের এক রায়ের পর।

‎ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হকের আদালত সম্প্রতি সালমান শাহর মৃত্যুকে ঘিরে দায়ের হওয়া মামলার রিভিশন আবেদনের রায় দেন। সেই রায়ের পূর্ণাঙ্গ কপি গণমাধ্যমে আসার পর নতুন করে দায়ের করা হয়েছে হত্যা মামলা।

‎রায়ের উল্লেখিত অংশ অনুযায়ী, মামলার আসামি রেজভী আহমেদ ওরফে ফরহাদ আদালতে দেওয়া তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানান—সালমান শাহ আত্মহত্যা করেননি, বরং এটি ছিল একটি পরিকল্পিত হত্যা।

‎জবানবন্দিতে ফরহাদ বলেন, সালমান শাহকে পৃথিবী থেকে সরিয়ে দিতে কিলার ভাড়া করেন তার শাশুড়ি লতিফা হক লুসি। রাজধানীর গুলিস্তানের একটি বারে বসে সাজানো হয় হত্যার পরিকল্পনা, এবং কিলারদের সঙ্গে চুক্তি হয় ১২ লাখ টাকায়।

‎এই পরিকল্পিত হত্যায় জড়িত ছিলেন দেশের আলোচিত ব্যবসায়ী ও চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, সালমানের স্ত্রী সামিরা হকসহ আরও ১১ জন। হত্যার পর ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দিতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উদ্যোগ নেন আজিজ মোহাম্মদ ভাই।

‎রায়ের আলোকে আদালত সামিরা, ডনসহ মোট ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন। রমনা থানায় মামলাটি রুজু করা হয়েছে এবং আগামী ৭ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

‎মামলার আসামিরা হলেন— সামিরা হক, আজিজ মোহাম্মদ ভাই, ডন, ডেবিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু ও রেজভী আহমেদ ওরফে ফরহাদ।

‎রায়ের বিবরণে আরও উঠে এসেছে, ১৯৯৭ সালে ক্যান্টনমেন্ট থানায় দায়ের হওয়া এক মামলায় ফরহাদ আদালতে স্বীকার করেন যে, সালমান শাহর মৃত্যু আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। তিনি বলেন,

‎“ডন সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু ছিল। কিন্তু সালমানের স্ত্রী সামিরার সঙ্গে ডনের গোপন ও দৈহিক সম্পর্ক গড়ে ওঠে। অন্যদিকে সামিরার মা লতিফা হক লুসির সঙ্গে প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইয়েরও গোপন সম্পর্ক ছিল। এই সম্পর্কের জটিলতা থেকেই সালমান শাহকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়।”

‎বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম রহস্যজনক মৃত্যু হিসেবে সালমান শাহর ঘটনাটি দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রে ছিল। নতুন এই মামলার রায়ের ফলে প্রায় তিন দশক পর আবারও আলোচনায় ফিরে এসেছে এই কিংবদন্তি নায়কের মৃত্যুর রহস্য।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top