শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২

“১২ লাখ টাকায় খুন সালমান শাহ: আসামির জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য”

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫, ২৩:০৫

ছবি: সংগৃহীত

নব্বইয়ের দশকের জনপ্রিয় নায়ক সালমান শাহ–এর মৃত্যুর ২৯ বছর পর তার অপমৃত্যু মামলা এখন হত্যা মামলায় রূপ নিয়েছে।

 

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যু হয়। তৎকালীন সময় তার সাবেক স্ত্রী সামিরা হক একে আত্মহত্যা দাবি করলেও পরিবারের দাবি ছিল এটি পরিকল্পিত হত্যা।

 

সম্প্রতি ২০ অক্টোবর মহানগর দায়রা জজ আদালত মামলাটিকে হত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দেন। এর একদিন পর সালমান শাহর মামা আলমগীর কুমকুম রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন।

 

নতুন মামলায় আসামিদের জবানবন্দিতে উঠে এসেছে ১২ লাখ টাকায় খুনের চাঞ্চল্যকর তথ্য। তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, এ ঘটনায় নতুন করে অনেক নাম আলোচনায় এসেছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top