জাপানি কিমোনো পরে ভাগ্নির জন্মদিনে নতুন রূপে শাবনূর

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৫, ১০:৩১

সংগৃহীত

ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর আবারও ভক্তদের চমকে দিলেন নতুন রূপে। ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন এই প্রিয় অভিনেত্রী। এবারও তার ব্যতিক্রম হয়নি।

‎সম্প্রতি নিজের ভাগ্নির ১৪তম জন্মদিনে অংশ নিয়ে বেশ কিছু ছবি পোস্ট করেছেন শাবনূর। তবে আলোচনায় এসেছে তার পোশাক—জাপানের ঐতিহ্যবাহী কিমোনো পরে হাজির হন তিনি। নতুন সাজে এই নায়িকাকে দেখে মুগ্ধ হয়েছেন অনুরাগীরা।

‎ছবিগুলো পোস্ট করে ভাগ্নির প্রতি ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শাবনূর লেখেন,

‎“শুভ জন্মদিন, আমার আদরের রাজকন্যা। তোমার জন্মদিনে আমার একটাই কামনা—পৃথিবীর সব সুখ, ভালোবাসা আর সাফল্য তোমার জীবনে আসুক। সবসময় তোমায় ভালোবাসি।”

‎শাবনূরের সেই পোস্টে শুভেচ্ছায় ভরে গেছে কমেন্ট বক্স। এক ভক্ত লিখেছেন,

‎“শুভ জন্মদিন। আল্লাহ তাআলা আপনার রাজকন্যাকে নেক হায়াত দান করুন, আমিন।”

‎ভাগ্নির জন্মদিনে এমন ব্যতিক্রমী পোশাকে নিজেকে প্রকাশ করে যেন আবারও নতুন করে আলোচনায় এলেন শাবনূর।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top