শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২

মালাইকার জন্মদিনে অর্জুনের শুভেচ্ছা, গুঞ্জন তৈরি

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৫, ১৪:০৮

সংগৃহীত

একসময় অর্জুন কাপুর ও মালাইকা অরোরার প্রেম ছিল বলিউডের আলোচনার কেন্দ্রবিন্দু। প্রেম, পার্টি, একসাথে ফ্ল্যাট কেনা—সবকিছু যেন ইঙ্গিত দিচ্ছিল নতুন শুরুয়ের। কিন্তু হঠাৎ করেই সবকিছু ভেস্তে যায়। সম্পর্ক ভাঙার পরও অর্জুনের আচরণে এখনও লুকিয়ে আছে এক অজানা আবেগ, যা নতুন করে আলোচনা তৈরি করছে।

‎ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ৫২ বছরে পা দিলেন মালাইকা অরোরা। বয়সের ছাপ যেন তাঁকে স্পর্শ করেনি—এখনও তিনি বলিউডের হট আইটেম গার্লের জায়গায় রয়েছেন। এই বিশেষ দিনে মালাইকাকে সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অর্জুন কাপুর।

‎অর্জুন লিখেছেন, “শুভ জন্মদিন। সব সময় এমনই থেকো। তোমার ক্যারিয়ার গ্রাফ ঊর্ধ্বে থাকুক। এরকমই হাসতে থেকো। আর হ্যাঁ, খোঁজ চালিয়ে যাও।” নেটিজেনরা মনে করছেন, অর্জুনের এই মন্তব্যে হয়তো রয়েছে প্রাক্তন প্রেমিকাকে এখনও মনে রাখার ইঙ্গিত।

‎তবে এ বিষয়ে মালাইকা এখনও কোনো মন্তব্য করেননি এবং এ বিষয় এড়িয়ে গেছেন। উল্লেখ্য, এর আগে আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর মালাইকা বহুদিন অর্জুন কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। গত বছর দুজনেই প্রকাশ্যে জানিয়ে দেন তারা এখন সিঙ্গল। এরপর থেকেই গুঞ্জন শোনা যায় যে মালাইকা নতুন কোনো সম্পর্কে রয়েছেন, তবে এ বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানানো হয়নি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top