শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২

মার্কিন অভিনেত্রী ইসাবেল টেট আর নেই

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৫, ১১:৫৩

সংগৃহীত

মার্কিন অভিনেত্রী ইসাবেল টেট আর নেই। গত ১৯ অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২৩ বছর। বিরল স্নায়বিক রোগ চারকোট-মেরি-টুথ সিন্ড্রোমে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।

‎ইসাবেল টেট টেলিভিশন সিরিজ ‘৯-১-১: ন্যাশভিল’-এর পাইলট পর্বে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন। সিরিজটির শুটিং হয়েছিল গত জুনে, আর এটি প্রচারিত হয় ৬ অক্টোবর।

‎‎ইসাবেলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তার এজেন্সি ম্যাকক্রে এজেন্সি-র কর্ণধার কিম ম্যাকক্রে। এক বিবৃতিতে তিনি বলেন,

‎“আমরা গভীরভাবে শোকাহত এবং ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, ইসাবেল টেট মারা গেছেন। কিশোর বয়স থেকেই তাকে চিনতাম, সম্প্রতি সে অভিনয়ে ফিরেছিল। তার প্রথম অডিশনই ছিল ‘৯-১-১: ন্যাশভিল’। তার সময়টা ছিল দুর্দান্ত।”

‎শৈশব থেকেই মডেলিং ও অভিনয়ে আগ্রহী ছিলেন ইসাবেল। যুক্তরাষ্ট্রের মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটি থেকে ব্যবসায় বিভাগে স্নাতক সম্পন্ন করেছিলেন তিনি।

‎ইসাবেলের পরিবারে রয়েছেন— মা ক্যাটরিনা, সৎ বাবা বিষ্ণু জয়মোহন, বাবা জন ড্যানিয়েল, এবং বোন ড্যানিয়েলা।

‎‎পরিবারের পক্ষ থেকে অনুরাগীদের উদ্দেশে জানানো হয়েছে,“ইসাবেলের স্মরণে ফুলের পরিবর্তে অনুদান দিন চারকোট-মেরি-টুথ অ্যাসোসিয়েশনকে।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top