শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২

শাবনূরের জন্য নয়,সামলান-মৌসুমীর জুটি ভাঙে সামিরার জন্য

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৫, ১৫:৫৯

সংগৃহীত

ঢালিউডের অমর নায়ক সালমান শাহকে ঘিরে তার জীবদ্দশায় এবং মৃত্যুর পরও নানা গুঞ্জন, রহস্য আর আলোচনার শেষ নেই। বিশেষ করে চিত্রনায়িকা শাবনূরকে নিয়ে তার প্রেমের গুঞ্জন বরাবরই শোবিজ অঙ্গনে আলোচিত। তবে এবার সেই দীর্ঘদিনের আলোচনায় নতুন মোড় এনেছেন সালমান শাহর সাবেক ম্যানেজার মো. মুনসুর আলী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, সালমান শাহ ও শাবনূরের প্রেমের গুঞ্জনের কোনো সত্যতা তিনি জানেন না। বরং সালমান শাহের স্ত্রী সামিরা হক নায়ককে সন্দেহ করতেন চিত্রনায়িকা মৌসুমীকে ঘিরে।

‎মো. মুনসুর আলী বলেন,

‎“আমি সালমান শাহর সঙ্গে প্রায় সাড়ে চার বছর ছিলাম। তার ও শাবনূরের প্রেমের বিষয়ে কিছু জানি না। তবে যেটা জানি, সেটা হলো সামিরা ভাবী মৌসুমী মেমকে নিয়ে মাইন্ড করতেন। এ কারণেই ‘দেনমোহর’ ছবির পর আর মৌসুমীর সঙ্গে কোনো সিনেমায় কাজ করেননি সালমান ভাই।”

‎তিনি আরও জানান,

‎“‘দেনমোহর’-এর পর আরও একটি সিনেমার অফার এসেছিল, যেখানে মৌসুমী ছিলেন। কিন্তু ভাই সেটি করেননি। আমি বলেছিলাম—গল্প তো ভালো, কাজটা করা যায়। তখন সালমান ভাই বলেন, তোমার ভাবী আমায় এমনিতেই সন্দেহ করে। আমি আর মৌসুমীর সঙ্গে কাজ করব না। সংসারে আমি সুখ চাই, শান্তি চাই।”

‎মো. মুনসুর আলীর দাবি, সামিরা হকের সেই সন্দেহই ঢালিউডে সালমান শাহ–মৌসুমী জুটির বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়ায়। এরপরই সালমান শাহ নতুন জুটি গড়েন চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে, যাদের কেমিস্ট্রি দর্শক এখনো স্মরণ করে ভালোবাসায়।

‎সালমান শাহ ও মৌসুমী একসঙ্গে কাজ করেছেন জনপ্রিয় চলচ্চিত্র ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘অন্তরঙ্গ’, ‘দেনমোহর’ সহ আরও কয়েকটিতে। পরে শাবনূরের সঙ্গে ‘তুমি আমার’, ‘সুজন সখী’, ‘আনন্দ অশ্রু’ সহ একাধিক সুপারহিট ছবি উপহার দেন এই কিংবদন্তি নায়ক।

‎সালমান শাহর অকাল মৃত্যু আজও রহস্যে ঘেরা, কিন্তু তার জীবন ও সম্পর্ক নিয়ে এমন নতুন তথ্য আবারও নাড়া দিয়েছে শোবিজ অঙ্গনকে।

ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top