‘প্রিয় নায়কের বুকে নিজেই ছুরি চালিয়েছিলাম’—মর্গকর্মী রমেশের স্মৃতিচারণ
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৫, ১৬:৫৯
ঢাকাই সিনেমার অমর নায়ক সালমান শাহর মৃত্যু নিয়ে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। অপমৃত্যুর মামলা রূপ নিয়েছে হত্যা মামলায়, আর সেই সূত্রেই আবারও সামনে এসেছে সালমানের মৃত্যুর দিন ঘিরে নানা অজানা তথ্য। এবার আলোচনায় এসেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক মর্গকর্মী রমেশ (বর্তমানে ধর্মান্তরিত হয়ে সেকান্দার), যিনি সালমান শাহর মরদেহের ময়নাতদন্তের সময় দায়িত্ব পালন করেছিলেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই দিনের ভয়াবহ স্মৃতি তুলে ধরে রমেশ বলেন,
“আমার প্রিয় নায়কের বুকে আমি নিজেই ছুরি চালাই। ফরেনসিক চিকিৎসকের নির্দেশে সব কিছুই করতে হয়েছিল, কিন্তু কাটতে কাটতে বিশ্বাস হচ্ছিল না—সালমান মারা গেছেন।”
রমেশ জানান, সালমান শাহর মৃত্যুর খবর শুনে তিনিও ভেঙে পড়েছিলেন। “চিত্রনায়ক সালমান শাহর ভক্ত ছিল এদেশের লাখো মানুষ। আমি নিজেও ছিলাম তাদের একজন। হঠাৎ শুনলাম সালমান শাহ মারা গেছেন, মরদেহ আসছে মর্গে। সেদিন হয়তো সরকারি ছুটি ছিল—শুক্রবার। মর্গের সামনে তখন হাজার হাজার মানুষের ভিড়। চোখে জল নিয়ে সবাই অপেক্ষা করছে তাদের প্রিয় নায়কের শেষ দেখা পাওয়ার আশায়,” বলেন তিনি।
ময়নাতদন্তের সময়কার দৃশ্যের বর্ণনা দিতে গিয়ে রমেশ বলেন,
“তখন ঢাকা মেডিকেল কলেজের মর্গ এত আধুনিক ছিল না। পুরনো মর্গেই মরদেহটি আনা হয়। চিকিৎসকের নির্দেশে ময়নাতদন্ত করি আমি। লাশ কাটার সময় মনে হচ্ছিল, যেন নিজের প্রিয় মানুষকে আঘাত করছি।”
৩৫ বছরের চাকরি শেষে অবসরে থাকা এই মর্গকর্মী জানান,
“হাজার হাজার লাশ কাটার অভিজ্ঞতা আমার। কিন্তু সালমানের লাশে হাত দেওয়ার সেই স্মৃতি আজও ভুলতে পারিনি।”
দেশজুড়ে সালমান শাহর মৃত্যুর রহস্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হওয়ায়, তার মৃত্যুর সঙ্গে জড়িত প্রত্যেকের স্মৃতি ও অভিজ্ঞতা এখন ফের আলোচনায় এসেছে।
ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।