প্রেম প্রস্তাবে বাবার ভয় দেখালেন শ্রদ্ধা কাপুর
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৫, ১৭:৩৬
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর-এর উপস্থিতিতে সম্প্রতি অনুষ্ঠিত এক প্রেস কনফারেন্সে ঘটে গেল হাস্যরসপূর্ণ এক ঘটনা। অনুষ্ঠান চলাকালীন হঠাৎই ভিড়ের মধ্যে থেকে এক তরুণ ভক্ত উচ্ছ্বসিত কণ্ঠে বলে ওঠেন, “আমি তোমাকে ভালোবাসি শ্রদ্ধা!”
এই হঠাৎ ভালোবাসার প্রকাশ শুনে শ্রদ্ধা মুহূর্তেই হেসে ফেলেন। তার হাসি ছড়িয়ে পড়ে পুরো হলে, উপস্থিত সবাইও তখন হাসিতে যোগ দেন। এরপর শ্রদ্ধা মজার ছলে সেই ভক্তকে উদ্দেশ্য করে বলেন, “এত খোলামেলা ভালোবাসা? জানেন তো, আমার বাবা কে?”
তার এই রসিক মন্তব্যে মুহূর্তেই হলজুড়ে হাসির রোল পড়ে যায়। শ্রদ্ধার বাবা শক্তিমান খ্যাত বলিউড অভিনেতা শক্তি কাপুর — ফলে শ্রদ্ধার এই সংলাপে সেই রেফারেন্স যেন জীবন্ত হয়ে ওঠে।
ঘটনাটির ভিডিও ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। নেটিজেনরা বলছেন, শ্রদ্ধার স্বতঃস্ফূর্ত রসবোধ ও বিনয়ী আচরণই তাকে আরও বেশি প্রিয় করে তুলছে ভক্তদের কাছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।