শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২

‘বলিউডে টিকে থাকতে অনেক সময় বোকা সাজতে হয়’:জাহ্নবী

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৫, ১৮:৩৬

সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জাহ্নবী কাপুর, কিংবদন্তি নায়িকা শ্রীদেবী ও প্রযোজক বনি কাপুরের বড় মেয়ে। খুব অল্প সময়ের মধ্যেই অভিনয় জগতে নিজের জায়গা পাকা করেছেন তিনি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জাহ্নবী বলিউডে টিকে থাকার বাস্তব অভিজ্ঞতা নিয়ে এমন এক মন্তব্য করেছেন, যা নিয়ে তোলপাড় নেটদুনিয়া।

সম্প্রতি কাজল ও টুইঙ্কেল খান্নার যৌথভাবে সঞ্চালিত এক শোয়ে করণ জোহরের সঙ্গে অতিথি হয়ে হাজির হন জাহ্নবী। সেখানে তাকে প্রশ্ন করা হয়, অভিনয়জীবনে কোন পরিস্থিতিকে তিনি সবচেয়ে কঠিন বলে মনে করেছেন। জবাবে জাহ্নবী বলেন,

“বলিউডে টিকে থাকতে গেলে পুরুষ অভিনেতাদের ‘মেল ইগো’কে বুঝে চলতে হয়। আমি খুব ভালোভাবে সেটা বুঝেছি। অনেক সময় নিজেকে বোকা সাজিয়ে রাখতে হয়, তাতে সমস্যায় পড়তে হয় না।”

তিনি আরও ব্যাখ্যা করেন,

“আমি বেশিরভাগ সময়েই নিজেকে প্রমাণ করার লড়াইয়ে নামি না। বরং এমনভাবে আচরণ করি যেন আমি বুঝতে পারছি না কীভাবে আমার অংশটা পর্দায় তুলে ধরব। এতে করে কারও অহংবোধে আঘাত লাগে না, আবার নিজের কাজটাও হয়ে যায়।”

শ্রীদেবী-কন্যা আরও বলেন,

“আমি জানি, আমি এমন এক পরিবার থেকে এসেছি যেখানে সুযোগের অভাব নেই। কিন্তু সুযোগ থাকা মানেই সব সহজ নয়। কখনও কখনও নিজের অবস্থান টিকিয়ে রাখতে অনেক কিছু বুঝে চলতে হয়। কারও অনুভূতিতে আঘাত না দিয়ে নিজেকে সামলে চলাই সবচেয়ে নিরাপদ পথ বলে আমি মনে করি।”

জাহ্নবীর এই খোলামেলা মন্তব্যে বলিউড মহল ও অনুরাগীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ তার সততার প্রশংসা করেছেন, আবার অনেকে বলছেন, ইন্ডাস্ট্রির লিঙ্গভিত্তিক মানসিকতা নিয়ে এমন মন্তব্য আরও বিস্তৃত আলোচনার জন্ম দেবে।

বর্তমানে জাহ্নবী কাপুর একাধিক নতুন প্রজেক্টে কাজ করছেন, যার মধ্যে রয়েছে দক্ষিণের জনপ্রিয় পরিচালকদের সঙ্গে বড় বাজেটের কয়েকটি চলচ্চিত্রও।

ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top