রাশমিকা–বিজয় দেবরকোন্ডার বাগ্দান! সম্পর্ক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৫, ১৮:৪৯
দক্ষিণী চলচ্চিত্র জগতের জনপ্রিয় জুটি রাশমিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডাকে নিয়ে ফের উত্তেজনা ছড়িয়েছে সিনে দুনিয়ায়। বলিউডে জোর গুঞ্জন— গোপনে বাগ্দান সেরেছেন এই দুই তারকা। জানা গেছে, গত ৩ অক্টোবর হায়দরাবাদের বাসায় পরিবারের উপস্থিতিতে আংটিবদল করেছেন রাশমিকা ও বিজয়। এমনকি দীপাবলি উৎসবও নাকি একসঙ্গে উদ্যাপন করেছেন তারা।
এরই মধ্যে এক সাক্ষাৎকারে সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন রাশমিকা। অভিনেত্রীর ভাষায়, “সম্পর্কের বেশিরভাগ ঝগড়াই হয় ছোট ছোট বিষয় নিয়ে— কোথায় যাব, কার সঙ্গে কথা বলব, কার সঙ্গে কথা বলব না— এসব নিয়েই ভুল বোঝাবুঝি শুরু হয়। এমন পরিস্থিতিতে দুই পক্ষই সমস্যায় পড়ে।”
জীবনসঙ্গীর মধ্যে কোন গুণগুলো খোঁজেন— এমন প্রশ্নের জবাবে রাশমিকা বলেন, “জীবনের প্রতিটি পর্যায়ে তাকে আমার পাশে থাকতে হবে। তার সঙ্গে থাকলে যেন নিরাপদ বোধ করি। সহানুভূতিশীল, দয়ালু ও যত্নশীল মানুষ ছাড়া একসঙ্গে পথ চলা কঠিন।”
২০১৮ সাল থেকেই রাশমিকা ও বিজয়ের ঘনিষ্ঠতা নিয়ে আলোচনা চলছে। যদিও দু’জনের কেউই সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু জানাননি। তবে ইন্ডাস্ট্রির একাধিক সূত্র বলছে, এই জনপ্রিয় জুটি আগামী ফেব্রুয়ারিতেই বিয়ের পিঁড়িতে বসতে পারেন।
ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।