রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

আইটেম গানে পূজা হেগড়ে, পারিশ্রমিক ৬ কোটি টাকা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫, ১৭:৪৯

সংগৃহীত

দক্ষিণ ভারতীয় সুপারস্টার আল্লু অর্জুনের বহুল প্রতীক্ষিত বড় বাজেটের নতুন সিনেমা ‘এএ২২×এ৬’ নিয়ে চলছে তুমুল উত্তেজনা। এবার জানা গেল, ছবির আইটেম গানে পারফর্ম করবেন জনপ্রিয় অভিনেত্রী পূজা হেগড়ে।

ভারতীয় গণমাধ্যম সিয়াসাত ডটকম জানিয়েছে, এই আইটেম গানের জন্য পূজা হেগড়ে পারিশ্রমিক হিসেবে পাচ্ছেন ৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ কোটি ৯৫ লাখ টাকা)।

এর আগে পূজা হেগড়ে ও আল্লু অর্জুন একসঙ্গে কাজ করেছেন ‘ডিজে: ডাবাডা জগন্নাধাম’ এবং ‘আলা ভাইকুন্তাপুরামলো’ সিনেমায়। দুটি সিনেমাতেই তাদের অনস্ক্রিন রসায়ন দর্শকদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। প্রায় পাঁচ বছর পর আবারও তাদের একসঙ্গে দেখা যাবে বড় পর্দায়, যা ভক্তদের মধ্যে বাড়িয়ে দিয়েছে উচ্ছ্বাস।

বিশাল বাজেটের এই সিনেমার মোট ব্যয় ধরা হয়েছে ৮০০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১,১০০ কোটি টাকা)। এর মধ্যে শুধু শুটিং খরচই ২০০ কোটি রুপি, আর ভিজ্যুয়াল ইফেক্টস (VFX)-এর জন্য বরাদ্দ ২৫০ কোটি রুপি।

সিনেমাটিতে আল্লু অর্জুন অভিনয়ের জন্য নিচ্ছেন ১৭৫ কোটি রুপি পারিশ্রমিক এবং ১৫ শতাংশ লাভের অংশীদারিত্ব। অন্যদিকে, পরিচালক অ্যাটলি কুমার পারিশ্রমিক হিসেবে পাচ্ছেন ১০০ কোটি রুপি।

গুঞ্জন রয়েছে, সিনেমায় আল্লু অর্জুনকে দেখা যাবে তিনটি প্রধান চরিত্রে। পাশাপাশি ছয়জন নায়িকার মধ্যে রয়েছেন দীপিকা পাড়ুকোন, রাশমিকা মন্দানা, জাহ্নবী কাপুর এবং ম্রুণাল ঠাকুর। বাকি দুই নারী চরিত্রের নাম এখনো চূড়ান্ত হয়নি।

ভক্তরা এখন অপেক্ষায়, অ্যাটলি কুমারের পরিচালনায় এই মেগা প্রজেক্টে আল্লু অর্জুন ও পূজা হেগড়ের নতুন রসায়ন কীভাবে পর্দায় ঝড় তোলে তা দেখার।

ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top