সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২

মুম্বাইয়ের যানজটে সালমান খান, বাইকে চড়ে পৌঁছালেন শুটিং ফ্লোরে

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫, ১২:৪২

সংগৃহীত

লেহ-লাদাখের পাহাড় পেরিয়ে এবার শহরের ব্যস্ত রাস্তায় নেমে পড়েছেন বলিউডের ভাইজান সালমান খান—তবে এবার যুদ্ধটা ক্যামেরার নয়, সময়ের সঙ্গে। মুম্বাইয়ের ভয়াবহ যানজটে আটকে গিয়ে শুটিংফ্লোরে সময়মতো পৌঁছাতে গিয়ে ঘটালেন এক অবিশ্বাস্য ঘটনা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, শুটিংয়ে দেরি হয়ে যাচ্ছে বুঝতে পেরে সালমান খান নিজের বিলাসবহুল গাড়ি থেকে নেমে পড়েন এবং রাস্তার এক তরুণ বাইকারের কাছে লিফট চান। তরুণটি কিছুটা বিস্মিত হলেও রাজি হয়ে যান। এরপর বাইকে চড়ে সালমান সময়মতো পৌঁছে যান শুটিংফ্লোরে।

সুপারস্টারের নিরাপত্তা নিশ্চিত করতে তার নিরাপত্তারক্ষীরা পিছু নিয়েছিলেন, তবে সালমান নিজের পরিচয় তখনও প্রকাশ করেননি। মুখ ঢাকা অবস্থায় তিনি বাইকে বসেছিলেন, ফলে তরুণ বাইকার জানতেনই না যে তিনি আসলে বলিউডের ভাইজান সালমান খানকে বহন করছেন।

স্টুডিওতে পৌঁছে সালমান নিজের মুখোশ খুলে পরিচয় প্রকাশ করলে হতভম্ব হয়ে যান তরুণ বাইকার। মুহূর্তেই সেই ঘটনার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

নেটিজেনদের অনেকেই বলছেন, “এ যেন সিনেমার দৃশ্যকেও হার মানানো এক বাস্তব ঘটনা।” কেউ কেউ আবার সালমানের সাধারণ মানুষসুলভ আচরণ ও সময়নিষ্ঠতার প্রশংসা করছেন।

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top