বিদেশের রাস্তায় হাত ধরাধরি করে হাঁটলেন হৃতিক–সাবা, ভালোবাসায় ভরা মুহূর্তে মুগ্ধ ভক্তরা
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫, ১২:৪৯
বলিউডের জনপ্রিয় তারকা হৃতিক রোশন ও গায়িকা-অভিনেত্রী সাবা আজাদ আবারও প্রমাণ করলেন—ভালোবাসা মানে কেবল আড়ম্বরপূর্ণ আয়োজন নয়, বরং একসঙ্গে কাটানো সাধারণ মুহূর্তগুলোর মধ্যেই লুকিয়ে থাকে সত্যিকারের সুখ।
সম্প্রতি সাবা আজাদ ইনস্টাগ্রামে শেয়ার করেছেন কয়েকটি ছবি, যেখানে দেখা যায় দুজনকে বিদেশের আলো ঝলমলে রাস্তায় হাত ধরাধরি করে হাঁটতে। কখনো হৃতিকের আলতো আলিঙ্গনে সাবার হাসি, আবার কখনো দুজনের চোখে চোখ রেখে গল্প—ছবিগুলোতে ফুটে উঠেছে তাদের সম্পর্কের উষ্ণতা ও গভীর বোঝাপড়া।
ছবিতে হৃতিক রোশনকে দেখা যায় নীল সোয়েটার ও সাদা প্যান্টে, আর সাবা পরেছেন ওভারসাইজ জ্যাকেট ও বিনি ক্যাপ। পুরো পরিবেশজুড়েই ছিল এক রোমান্টিক শীতের সন্ধ্যার আবহ।
ছবিগুলোর সঙ্গে ক্যাপশনে সাবা লিখেছেন, “শীতের দিনে একসঙ্গে হাঁটার মজাই আলাদা।” পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের উচ্ছ্বাসে ভরে যায় কমেন্ট বক্স। অনেকে লেখেন, “এরা একসঙ্গে যেন নিখুঁত জুটি!”
হৃতিক ও সাবা বেশ কয়েক বছর ধরেই সম্পর্কে রয়েছেন। যদিও দুজনেই ব্যক্তিগত জীবনকে আলোচনার বাইরে রাখতে চান, তবুও তাদের একে অপরের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রায়ই ধরা পড়ে জনসমক্ষে।
সম্প্রতি সাবা আজাদ তার অভিনীত 'সংস অব প্যারাডাইস' চলচ্চিত্রে দারুণ অভিনয়ের জন্য প্রশংসা কুড়িয়েছেন। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ছবিটি বর্তমানে অ্যামাজন প্রাইম ভিডিওতে স্ট্রিমিং হচ্ছে।
অন্যদিকে হৃতিক রোশনও ব্যস্ত সময় কাটাচ্ছেন। ওয়ার ২–এর পর এবার তিনি প্রযোজনা করছেন ওয়েব সিরিজ স্ট্রম, যেখানে সাবা আজাদও অভিনয় করছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। পাশাপাশি চলছে তার আইকনিক ফ্র্যাঞ্চাইজি কৃষ ৪–এর প্রস্তুতিও।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।