সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২

মেট্রোরেলের বিয়ারিং প্যাডে যুবক নিহত: ক্ষোভ প্রকাশ সিয়াম আহমেদের

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫, ১৫:১০

ছবি: সংগৃহীত

রাজধানীর ফার্মগেট মেট্রোরেল স্টেশন এলাকায় বিয়ারিং প্যাড পড়ে আবুল কালাম নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হৃদয় কাঁপিয়েছে পুরো দেশকে। শনিবার ঘটে যাওয়া এ ঘটনায় শোক ও উদ্বেগে সোশ্যাল মিডিয়ায় সরব সাধারণ মানুষ থেকে শুরু করে তারকা শিল্পীরাও।

রোববার সামাজিক মাধ্যমে অভিনেতা সিয়াম আহমেদ এই দুর্ঘটনা নিয়ে গভীর ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন। তিনি লিখেছেন “ঢাকা মেট্রোরেলে ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনার খবর শুনে আমি স্তব্ধ, মর্মাহত ও বিরক্ত। আমরা কর দিই, যাতে এই দেশের অবকাঠামো আমাদের জীবনকে সহজ ও উন্নত করে। অথচ সেই করের টাকাতেই নির্মিত হলো এমন এক কাঠামো, যা ভেঙে এক পরিবারের স্বপ্ন, ভালোবাসা ও ভবিষ্যৎ সবকিছু মাটিতে মিশিয়ে দিল।”

তিনি আরও বলেন “বিষয়টা ভয়ঙ্কর। অন্য দেশে মানুষ দুর্ঘটনাবশত রেললাইনে পড়ে মারা যায়। আর আমাদের দেশে রেললাইন, কিংবা তার অংশবিশেষই আকাশ থেকে পড়ে আমাদের ওপর! এটা অবহেলা, দায়িত্বহীনতা আর উদাসীনতার করুণ পরিণতি।”

দায়িত্বশীল প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তুলে সিয়াম লিখেছেন “এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলবে- ‘আমরা ভুলভাবে বানাইনি’, ‘আমরা নিয়ম মেনে কাজ করেছি’, ‘আমরা দায়িত্বে অবহেলা করিনি’। কিন্তু প্রশ্ন হলো হলে এই ভয়াবহ মৃত্যু ঘটল কীভাবে?”

শোকবার্তা ছাড়াও সিয়াম দাবি করেন এ ধরনের দুর্ঘটনায় দোষীদের কঠোর জবাবদিহিতার আওতায় আনতে হবে। তার ভাষায় “এবার শুধুই শোকবার্তা নয়, আমাদের দরকার উত্তর। দরকার দায়বদ্ধতা। কারণ, এই দুর্ঘটনা শুধু একটি পরিবারের নয়, এটা গোটা জাতির লজ্জা—আমাদের অক্ষমতার নগ্ন প্রতিচ্ছবি।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top