সোহিনী সরকার স্বীকার করলেন অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে ছিল প্রেমের সম্পর্ক
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫, ১৬:০০
টালিউডে দীর্ঘকাল ধরে দর্শককে মুগ্ধ করে আসা জুটি সোহিনী সরকার ও অনির্বাণ ভট্টাচার্য সম্পর্কে নতুন তথ্য প্রকাশ করেছেন অভিনেত্রী নিজেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে সোহিনী জানিয়েছেন, “শুধু ঘনিষ্ঠ বন্ধু নয়, একটি সময় আমাদের প্রেমের সম্পর্কও ছিল।”
দীর্ঘদিন এই সম্পর্ক নিয়ে কেবল গুঞ্জনই শোনা গিয়েছিল। ২০১৯ সালে এই বিষয়ে প্রথমবার শিরোনাম হয়েছিল তাদের নাম, কিন্তু সেই সময় কেউ মুখ খোলেননি। অনির্বাণ বরাবরই বলেছেন, “সোহিনী আমার খুব ভালো বন্ধু।”
বর্তমানে টালিউডে অনির্বাণ নতুন কাজের ঘাটতির কারণে বিতর্কের কেন্দ্রে। এই বিষয়ে প্রশ্নের মুখে পড়েন সোহিনী। অভিনেত্রী বলেন, “কাজের মানুষ কেন কাজ থেকে বাদ পড়বে? এটা অন্যায়। প্রত্যেকে নিজেদের মতো লড়াই করছে। আমি আমার মতো লড়ছি, নিজের সমস্যাগুলোই সামলাতে পারছি না। সে তার মতো লড়ছে। আমরা সবাই চাই ইন্ডাস্ট্রি উন্নতি করুক।”
সোহিনী সম্প্রতি সঙ্গীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায়-কে বিয়ে করেছেন। ২০২৩ সালে তার দীর্ঘদিনের সম্পর্ক অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে শেষ হয়, এবং ২০২৪ সালের ১৫ জুলাই সোহিনী-শোভনের বিবাহ সম্পন্ন হয়। অন্যদিকে, অনির্বাণের দাম্পত্য জীবনও বিতর্কে আসে, যিনি ২০২০ সালে মুখাভিনেত্রী মধুরিমা গোস্বামী-এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
সোহিনীর স্বীকারোক্তি এবং বর্তমান টালিউড পরিস্থিতি নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে এই জুটি এবং সংশ্লিষ্ট শিল্পীদের।
নিফ্লা৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।