মর্ত্যের দেবতা সালমান খান: রাখি সাওয়ান্ত
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫, ১৭:০৭
পরিচালক অভিনব কাশ্যপের দাবিগুলোর জবাবে এবার মুখ খুলেছেন অভিনেত্রী ও রাখি সাওয়ন্ত। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত এক সাক্ষাৎকারে রাখি কাশ্যপকে সরাসরি “মিথ্যাবাদী” বলেছেন এবং চলমান বিতর্কে সুপারস্টার সালমান খান-এর পাশে দাঁড়িয়েছেন।
রাখি বলেন, “মর্ত্যের দেবতা সালমান। আমার জন্য অনেক কিছু করেছেন—যখন আমার কোনো কাজ ছিল না, তিনি কাজ দিয়েছিলেন, ‘বিগ বস’-এ এনেছিলেন, আমার মায়ের ক্যানসারের চিকিৎসায় সাহায্য করেছেন।” তিনি অভিযোগ করেন, “একটা লোক কয়েক দিন ধরে সালমান ও তার পরিবারের বিরুদ্ধে প্রচুর বাজে কথা বলছে”।
রাখি কাশ্যপের বিরুদ্ধে আরও তীব্র প্রতিক্রিয়া দেখান; তার বক্তব্য—শুটিং সেটে কাশ্যপ নাকি মহিলাদের সঙ্গে অসভ্য আচরণ করতেন এবং কারো-কারো দ্বারা তাকে টাকার বিনিময়ে কুৎসা রটানো হচ্ছে। রাখি বলেন, “সে মিথ্যা কথা বলছে”। সাক্ষাৎকারে রাখি বলেন, যদি কোথাও কাশ্যপকে দেখেন তিনি মুখোমুখি হবেন এবং কটুক্তিভরে তাকে আক্রমণের হুমকিও দিয়েছেন।
মৌলিকভাবে বলা যায়, কয়েক মাস ধরে কাশ্যপ, সালমান ও তার পরিবারের বিরুদ্ধে একের পর এক বিবৃতি ও অভিযোগ প্রকাশ করে আসছেন—আর এসবকে কেন্দ্র করে টলিউড-বলিউড সঙ্গত বিতর্ক ও প্রতিক্রিয়ার ধারা সৃষ্টি হয়েছে। রাখির এই তীব্র প্রতিক্রিয়া সেই ধারারই নতুন অধ্যায়।
নিফ্লা৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।