মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

উপহার দিয়ে বিতর্কের মুখে অমিতাভ বচ্চন

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫, ১৪:০০

সংগৃহীত

বলিউডের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন সম্প্রতি ৮৩ বছরে পা দিয়েছেন। এখনও বড় ও ছোট পর্দায় সক্রিয় থাকা এই তারকা পরিবারে স্ত্রী জয়া বচ্চন, পুত্র অভিষেক বচ্চন ও পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চন থাকলেও এবার দীপাবলির উপহারের কারণে তারা সমালোচনার মুখে পড়েছেন।

সাম্প্রতিক একটি ভাইরাল ভিডিওতে দেখা গেছে, বচ্চন পরিবারের নিরাপত্তাকর্মীরা হাতে মিষ্টির বাক্স নিয়ে দাঁড়িয়ে আছেন। এক অনুরাগী নিরাপত্তাকর্মীর কাছে জানতে চান, “আর কী উপহার দিলেন তারা?” জবাবে কর্মী জানান, “প্রত্যেক কর্মীকে ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে।”

ভিডিওটি ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা তীব্র সমালোচনা শুরু করেন। অনেকেই প্রশ্ন তুলেছেন, বলিউডের সবচেয়ে বড় তারকা হিসেবে বচ্চন পরিবার কর্মচারীদের জন্য আরও বড় উপহার দেওয়া উচিত ছিল কি না। উল্লেখ্য, অমিতাভ বচ্চনের মাসিক আয় প্রায় ৫ কোটি টাকা এবং মোট সম্পত্তির পরিমাণ ৩৩৯০ কোটি টাকা।

তবে কিছু অনুরাগী এই উপহারকে সৌজন্য হিসেবে দেখছেন এবং অমিতাভ বচ্চনকে প্রশংসা করছেন। বিতর্কের মধ্যেও, প্রতিবেদন লেখা পর্যন্ত বচ্চন পরিবারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top