জন্মদিন কেঁদে কাটালেন মাহি
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫, ১৬:৩৯
জন্মদিন মানেই কেক, ফুল আর শুভেচ্ছায় ভেসে ওঠার মুহূর্ত। কিন্তু জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহির এবারের জন্মদিনটা কেটেছে কান্নায় ভেজা চোখে। দূর আমেরিকার নিউইয়র্কে থেকেও তার মন পড়ে ছিল একটিমাত্র জায়গায়—ছোট্ট ছেলে ফারিশের কাছে।
নিউইয়র্কের আকাশে নিজের জন্মদিনের তারাগুলো দেখেও মাহির মনে হচ্ছিল, সব আলো যেন মিলিয়ে যাচ্ছে ছেলের ‘মা মা’ ডাকে। আড়াই বছরের ফারিশ এবারই প্রথমবারের মতো স্পষ্ট করে বলেছে, “হ্যাপি বার্থডে মা।”
ফারিশের বাবা রাকিব সরকার সেই আবেগঘন মুহূর্তের ভিডিও শেয়ার করেন সামাজিক যোগাযোগমাধ্যমে—ভিডিওতে দেখা যায়, ফারিশ কেক কাটছে, হাসছে আর মিষ্টি স্বরে মাকে শুভেচ্ছা জানাচ্ছে। ভিডিওটা পর্দার ওপার থেকে দেখতে দেখতে চোখ ভিজে আসে মাহির। কান্না আর ধরে রাখতে পারেননি তিনি।
তবুও জন্মদিনের আনন্দ থেকে নিজেকে পুরোটা দূরে রাখেননি এই অভিনেত্রী। নিউইয়র্কে বন্ধুদের সঙ্গে কেক কেটে কয়েকটি আনন্দঘন ছবি শেয়ার করেছেন নিজের ফেসবুক পেজে।
ছবির সঙ্গে মাহি লিখেছেন,
“দূরে কোথাও গেলে সব সময় মনে হয় আমার একটা ঘর থাকুক, যেখানে ফিরে আসার পিছুটান থাকবে। সেখানে কেউ আমার জন্য অপেক্ষা করুক, আমার কিছু লাগবে কি না খবর রাখুক, মন খারাপ হলে পাশে বসুক, বলুক—কেঁদো না, আমরা আছি তো… তোমরা আমার সেই ঘর, আপু, ভাইয়া… জীবন সুন্দর। আমি কিন্তু আসলেই চমকে গেছি।”
২০১২ সালে শাহীন সুমন পরিচালিত ‘ভালোবাসার রঙ’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে মাহিয়া মাহির। সহশিল্পী বাপ্পী চৌধুরীর সঙ্গে প্রথম ছবিতেই ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। তারপর থেকে একের পর এক হিট ছবিতে অভিনয় করে জায়গা করে নিয়েছেন ঢালিউডের শীর্ষ অভিনেত্রীদের কাতারে।
নিফ্লা৭১ /ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।