'বয়স কোনো বাঁধা নয়,ইন্ডাস্ট্রিকে অনেক কিছু দেয়ার আছে'
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫, ১১:২২
একসময় ধারণা ছিল, নির্দিষ্ট বয়স পেরিয়ে গেলে অভিনেত্রীদের আর পর্দায় লাস্যময়ী বা গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায় না। কিন্তু সেই ধারণাকে ভ্রান্ত প্রমাণ করছেন দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি অনেকটাই বদলে গেছে— এখন ৩০-এর কোঠা পার করা অভিনেত্রীদের জন্যও তৈরি হচ্ছে আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ চরিত্র।
তামান্না বলেন, ‘আমি একসময় ভেবেছিলাম, মাত্র ১০ বছর কাজ করব। ৩০-এ পা দিলেই বিয়ে করে সংসারী হব, কারণ তখন ইন্ডাস্ট্রিতে কমবয়সি অভিনেত্রীদেরই বেশি গুরুত্ব দেওয়া হতো। কিন্তু কাজ করতে করতে বুঝলাম, বয়স কোনো বাধা নয়। এখন আমার মনে হয়, ইন্ডাস্ট্রিকে দেওয়ার মতো আরও অনেক কিছু আছে আমার।’
দীর্ঘ প্রায় দুই দশকের অভিনয়জীবনে এসে তিনি উপলব্ধি করেছেন, চলচ্চিত্রের জগতে এখন বড় পরিবর্তন এসেছে। তাঁর কথায়, ‘এখন মধ্যবয়সী অভিনেত্রীদের জন্য আলাদা চরিত্র লেখা হচ্ছে, এবং সেই চরিত্রগুলোর গুরুত্বও যথেষ্ট। এটা ইন্ডাস্ট্রির জন্য খুবই ইতিবাচক পরিবর্তন।’
তামান্নার মতে, আজকের দিনে প্রতিভা ও পরিশ্রমই অভিনেত্রীর সাফল্যের আসল চাবিকাঠি— বয়স নয়।
নিফ্লা৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।