বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২

ট্রেনে চড়ে তুমুল আলোচনায় কৌশানি মুখার্জি

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫, ১১:৩১

সংগৃহীত

বিনোদন জগতের তারকা মানেই আভিজাত্য ও বিলাসিতা—এমন ধারণা বহুদিনের। তবে সাম্প্রতিক বছরগুলোতে সেই চিত্র অনেকটাই বদলেছে। সিনেমা ও ওয়েব সিরিজের প্রচারণায় এখন প্রায়ই দেখা যায় টলিউড তারকাদের সাধারণ যাত্রীদের মতো ট্রেন বা বাসে ভ্রমণ করতে। দর্শকরাও ধীরে ধীরে সেই চিত্রের সঙ্গে মানিয়ে নিচ্ছেন।

তবু, টলিউড অভিনেত্রী কৌশানি মুখার্জি যখন সম্প্রতি বন্দে ভারত ট্রেনে চড়লেন, তখনই শুরু হলো তুমুল আলোচনা ও সমালোচনা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়— একেবারে সাধারণ পোশাকে রেলস্টেশনের প্ল্যাটফর্মে হাঁটছেন কৌশানি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রায় ২০ বছর পর ট্রেনে উঠলাম। ছোটবেলায় বাবা-মায়ের সঙ্গে উঠেছিলাম, আবার এখন উঠছি। সত্যিই একেবারে আলাদা অনুভূতি হচ্ছে, যা ভাষায় প্রকাশ করা যাবে না।’

এই মন্তব্যের পরই নেটদুনিয়ায় শুরু হয় প্রতিক্রিয়ার ঝড়। একজন লিখেছেন, ‘শেষ যখন ট্রেনে চেপেছিলেন তখন আপনার বয়স কত ছিল তাহলে?’ আরেকজন কটাক্ষ করে বলেন, ‘এখন নতুন নাটক শুরু হলো বুঝি?’ কেউ আবার মজার ছলে মন্তব্য করেন, ‘সবাই মিলে মালদহ যাচ্ছেন নাকি?’

তবে বিতর্কের মাঝেও অনেকেই কৌশানির পাশে দাঁড়িয়েছেন। তাদের মতে, একজন জনপ্রিয় তারকা হয়েও সাধারণ মানুষের মতো ট্রেনে ভ্রমণ করা—এটাই ইতিবাচক উদাহরণ।

একজন ভক্তের ভাষায়, ‘সবাই আড়ম্বরের পেছনে ছুটছে, সেখানে কৌশানি সাধারণভাবে যাত্রা করে দেখালেন, জনপ্রিয়তা মানেই বিলাসিতা নয়।’

 

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top