বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২

অবসরে যাচ্ছেন রজনীকান্ত? এমন সিদ্ধান্তে চাঞ্চল্য চলচ্চিত্র অঙ্গনে

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫, ১১:৪০

সংগৃহীত

বয়স ও শারীরিক সমস্যাকে তুচ্ছ করে টানা পাঁচ দশক ধরে দর্শকদের বিনোদন দিয়ে যাচ্ছেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। তাঁর কাছে বয়স যেন নিছক একটি সংখ্যা! কিন্তু মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনে ছড়িয়ে পড়েছে এক চাঞ্চল্যকর খবর— অভিনয় থেকে অবসরে যাচ্ছেন থালাইভা!

দক্ষিণের আরেক কিংবদন্তি অভিনেতা কমল হাসান-এর সঙ্গে একটি আসন্ন ছবিতে অভিনয়ের পরই রজনীকান্ত নাকি বিদায় নেবেন পর্দা থেকে— এমনটাই দাবি করছে কলিউডের ঘনিষ্ঠ সূত্র।

সূত্রের তথ্যমতে, ২০২৭ সালে পরিচালক নেলসন দিলীপ কুমার রজনীকান্ত-কমল হাসান জুটিকে নিয়ে নতুন একটি প্রকল্প শুরু করবেন। চিত্রনাট্য ও প্রাক-প্রযোজনার কাজ সম্পন্ন করতেই প্রায় এক বছর সময় লাগবে বলে জানা গেছে।

বর্তমানে রজনীকান্ত ব্যস্ত রয়েছেন তাঁর বহুল প্রতীক্ষিত ছবি ‘জেলার ২’-এর শুটিং নিয়ে। এর পর তিনি পরিচালক সুন্দর সি-এর একটি নতুন ছবিতে কাজ করবেন। আগামী বছরের শেষ নাগাদ সেটির কাজ শেষ করে কমল হাসানের সঙ্গে যৌথ প্রকল্পে যোগ দেবেন বলে জানা গেছে।

তবে রজনীকান্তের অবসরের এই খবরটি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। তবুও গুঞ্জন ছড়াতেই ভক্তদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

একজন ভক্ত সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “রজনীকান্ত অবসর নিতে পারেন, কিন্তু আমাদের হৃদয় থেকে কখনো অবসর নেবেন না।”

আরেকজনের মন্তব্য, “থালাইভা অবসর নিলেও তাঁর কিংবদন্তি থেকে যাবে চিরকাল।”

 

নিফ্লা৭১/ ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top