শাহরুখ খানের ‘কিং’: ফাঁস হওয়া ভিডিওয় ভক্তদের উত্তেজনা ছুঁয়ে গেছে আকাশ
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫, ১৯:০৫
বলিউড সুপারস্টার শাহরুখ খানের নতুন ছবি ‘কিং’ নিয়ে ভক্তদের উত্তেজনা ক্রমেই বাড়ছে। সম্প্রতি শুটিং ফ্লোর থেকে একটি ভিডিও ফাঁস হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় তা ব্যাপকভাবে আলোচিত হয়েছে। ভিডিওতে দেখা যায়, স্যুট পরা এক ব্যক্তি তলোয়ার হাতে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। নেটিজেনদের দাবি, ভিডিওতে থাকা ব্যক্তি কেউ না কেউ অবশ্যই শাহরুখ খান।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শাহরুখের ভক্তমহলের এক গ্রুপে ভিডিওটি পোস্ট করে একজন লিখেছেন, “‘কিং’-এর অ্যাকশন দৃশ্য ফাঁস!” মুহূর্তের মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়।
যদিও অনেক ভক্ত উচ্ছ্বসিত, কিছু মানুষের সন্দেহও দেখা দিয়েছে যে ভিডিওটি আসল নাকি এআই প্রযুক্তি দিয়ে তৈরি। তবে এখনও পর্যন্ত শাহরুখ খান বা ছবির নির্মাতারা বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি। এছাড়া ‘কিং’-এর কোনো পোস্টার বা ট্রেলারও প্রকাশ পায়নি। অনুমান করা হচ্ছে, আগামী ২ নভেম্বর শাহরুখ খানের জন্মদিনে ছবিটির প্রথম প্রচারমূলক প্রকাশনা হতে পারে।
‘কিং’ পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ, যিনি এর আগে শাহরুখ খানের সঙ্গে ‘পাঠান’ ও ‘জওয়ান’ পরিচালনা করে বিশাল সাফল্য পেয়েছিলেন। নতুন ছবিতে শাহরুখের সঙ্গে দেখা যাবে রানি মুখার্জি, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, অভিষেক বচ্চন এবং শাহরুখের মেয়ে সুহানাকে। দীর্ঘ বিরতির পর শাহরুখকে নতুন ছবিতে দেখার জন্য বলিউড ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
নিফ্লা৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।