বৃহঃস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২

সালমান শাহ হত্যা মামলা:

১১ আসামির দেশত্যাগে নিষেধাজ্ঞা, গানে ভাইরাল খলনায়ক ডন

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫, ১০:০০

ছবি: সংগৃহীত

ঢালিউডের ইতিহাসে সবচেয়ে আলোচিত নামগুলোর একটি চিত্রনায়ক সালমান শাহ। মৃত্যুর প্রায় তিন দশক পরও তাকে ঘিরে রহস্যের শেষ হয়নি। এবার সেই রহস্যের পর্দা আবারও উঠছে নতুন করে। আত্মহত্যা নয়, সালমান শাহর মৃত্যু এখন হত্যা মামলা হিসেবে বিচারাধীন।

সম্প্রতি আদালত এই মামলার ১১ আসামির দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন। তালিকায় রয়েছেন চিত্রনায়কের সাবেক স্ত্রী সামিরা, আলোচিত প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই এবং খল-অভিনেতা আশরাফুল হক ডন।

আর ঠিক এই সময়েই, গ্রেপ্তারের গুঞ্জনের মাঝেই আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গান ‘এখন অনেক রাত’ গেয়ে ভাইরাল হয়েছেন ডন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, ঘরোয়া পরিবেশে হাতে মাইক্রোফোন নিয়ে গান গাইছেন তিনি। কয়েক ঘণ্টার মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে, লাখো ভিউ ছাড়িয়ে যায়।

নেটিজেনদের কেউ প্রশংসা করেছেন ডনের কণ্ঠের মাধুর্য, কেউবা কটাক্ষ করে লিখেছেন— ‘গান গাইছেন ভালো, তবে এবার কারাগারে বসে গাওয়ার প্রস্তুতি নিন।’

এর আগেই গুঞ্জন উঠেছিল, দেশ ছেড়ে পালিয়েছেন ডন। তবে সেই খবর উড়িয়ে দিয়ে ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি বলেন, ‘পালানোর প্রশ্নই আসে না, প্রয়োজনে আমি আইনের কাছে আত্মসমর্পণ করব।’

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর, ঢাকার ইস্কাটনে নিজ বাসায় রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন সালমান শাহ। প্রথমে ঘটনাটি আত্মহত্যা হিসেবে তদন্ত করা হলেও পরবর্তীতে তার মা নীলা চৌধুরী পিবিআইয়ের প্রতিবেদনে অসন্তোষ প্রকাশ করে হত্যার অভিযোগ তোলেন।

প্রায় ২৯ বছর পর, আদালতের নির্দেশে সালমান শাহর মৃত্যুকে হত্যা মামলা হিসেবে পুনরায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞার পর ইমিগ্রেশন পুলিশকেও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

সব মিলিয়ে, পুরোনো এক রহস্যের ভেতর নতুন এক নাটকীয় অধ্যায় শুরু হলো ঢালিউডে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top