বাসায় ফেরার অবস্থায় নেই হাসান মাসুদ
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫, ১৩:৫৮
টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেতা হাসান মাহমুদ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। গত সোমবার রাতে মাথাব্যথা ও খিঁচুনি নিয়ে ঢাকার মহাখালীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। পরে চিকিৎসার জন্য স্থানান্তর করা হয় সম্মিলিত সামরিক হাসপাতালে।
অভিনেতার স্ত্রী সানজিদা শিমুল গণমাধ্যমকে জানিয়েছেন, হাসানের শারীরিক অবস্থা এখন কিছুটা ভালো। চিকিৎসকেরা জানিয়েছেন এটি স্ট্রোক নয়, তবে রক্তসহ কিছু ক্ষেত্রে সামান্য জটিলতা দেখা দিয়েছে। আপাতত তাকে ৭-৮ দিন পর্যবেক্ষণে রাখা হবে, তারপর বাসায় ফেরার বিষয়টি বিবেচনা করা হবে।
সানজিদা শিমুল বলেন,
“এখনই বাসায় ফেরা চিকিৎসকেরা চাচ্ছেন না। যেসব সমস্যা দেখা গেছে, সেগুলোর চিকিৎসা চলবে। পুরো পর্যবেক্ষণের পর বাসায় ফেরার সিদ্ধান্ত নেওয়া হবে।”
হাসান মাহমুদ একসময় পরপর জনপ্রিয় নাটকে অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন এবং বড় পর্দাতেও কাজ করেছেন। যদিও সাম্প্রতিক বছরগুলোতে তিনি আড়ালে ছিলেন, তবে সম্প্রতি নতুন ধারাবাহিকে অভিনয় করছেন বলে শোনা যায়।
নিফ্লা৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।