প্রিয়াঙ্কা চোপড়ার সাহসিকতা: গলায় জড়ালেন আস্ত সাপ
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫, ১৪:১০
বলিউডের গ্লোবাল স্টার প্রিয়াঙ্কা চোপড়া আবারো প্রমাণ করলেন তার অদম্য সাহস। সম্প্রতি তিনি সাদা টপ ও ডেনিম জিন্সে সাজে তার গলায় আস্ত সাপ জড়িয়েছেন, যা ছবি ও ভিডিও আকারে সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, স্বামী নিক জোনাস খানিকটা ভয় প্রকাশ করছেন, কিন্তু প্রিয়াঙ্কা হাসিমুখে পুরো বিষয়টি উপভোগ করছেন। নিক মজার ছলে বলেন,
“তোমার এই নতুন গয়না আমার সত্যিই খুব পছন্দ হয়েছে।”
প্রিয়াঙ্কা উত্তর দেন,
“ধন্যবাদ, এটা গয়না নয়, এটা সত্যিকারের সাপ।”
এর আগে প্রিয়াঙ্কা বিভিন্ন ধরনের সাপের সঙ্গে সাহসী পোজ দিয়েছেন। গলায় হলুদ অজগর, কালো সাপ এবং হাতে কোবরা ধরে থাকা তার ছবি অনুরাগীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে।
ভক্তরা তার সাহসিকতাকে প্রশংসা করছেন। একজন লিখেছেন,
“তুমি আনন্দ পাচ্ছো, কিন্তু নিকের মুখটা কি একবারও দেখেছো? সত্যিই অবাক!”
প্রিয়াঙ্কার এই সাহস এবং সাপের সঙ্গে বন্ধুত্ব নিঃসন্দেহে সোশ্যাল মিডিয়ায় নতুন নজির স্থাপন করেছে।
নিফ্লা৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।