বৃহঃস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২

উপস্থাপনা করেই শতকোটি আয় সালমানের!

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫, ১৭:৩৯

সংগৃহীত

জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ১৯তম মৌসুম চলছে এখন। প্রতি বছরের মতো এবারও শোটির কেন্দ্রবিন্দুতে রয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। নতুন সিজন শুরু হওয়ার আগেই তার পারিশ্রমিক নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে—শোনা যায়, সঞ্চালনার জন্য ১০০ কোটিরও বেশি টাকা নিচ্ছেন সালমান।

এই গুঞ্জনের মধ্যেই এবার মুখ খুলেছেন ‘বিগ বস’-এর প্রযোজক ঋষি নেগি। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি বলেন,

“সালমানের পারিশ্রমিক নিয়ে আমি কোনো মন্তব্য করব না। এটি সালমান ও জিও হটস্টারের মধ্যে একটি চুক্তির বিষয়। তবে আমি বলতে পারি, সালমান যে পারিশ্রমিক পান, তা পাওয়ার যোগ্যতাও তার রয়েছে।”

যদিও প্রযোজক সরাসরি অঙ্কটি প্রকাশ করেননি, তবে তার বক্তব্য থেকেই পরিষ্কার—সালমান খানের পারিশ্রমিক নিয়ে যে বিশাল অঙ্কের কথা শোনা যাচ্ছে, তা পুরোপুরি ভিত্তিহীন নয়।

এক দশকেরও বেশি সময় ধরে ‘বিগ বস’-এর সঞ্চালক হিসেবে আছেন সালমান খান। সময়ের সঙ্গে সঙ্গে শোটির জনপ্রিয়তা যেমন বেড়েছে, তেমনি বেড়েছে সালমানের প্রভাবও। অনেকেই মনে করেন, ‘বিগ বস’ এখন মূলত সালমান খানের উপস্থিতিকেই ঘিরে তৈরি এক আলাদা আকর্ষণ।

নতুন সিজন শুরু হওয়ার আগে দর্শকদের মনে প্রশ্ন ছিল—এবারও কি সঞ্চালনায় থাকবেন সালমান? শেষ পর্যন্ত আগের মতোই তিনি ফিরেছেন নিজের স্বমহিমায়, জোর কদমে চলছে নতুন মৌসুমের পর্ব।

সঞ্চালনার পাশাপাশি বর্তমানে সালমান ব্যস্ত রয়েছেন তার আসন্ন চলচ্চিত্র ‘ব্যাটল অফ গালওয়ান’-এর শুটিং নিয়ে। বড় পর্দা ও ছোট পর্দা—দুই মাধ্যমেই এখনো সমান উজ্জ্বল এই বলিউড তারকা।

 

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top