দুই সপ্তাহ ধরে চলছে পরীর জন্মদিনের উৎসব
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৫, ১৪:০৬
 
                                        চিত্রনায়িকা পরীমণির জন্মদিন ছিল গত ২৪ অক্টোবর। তবে এ তারকার জন্মদিনের আনন্দ যেন শেষই হচ্ছে না! প্রায় দুই সপ্তাহ ধরে নানা আয়োজনে জন্মদিন উদযাপন করছেন তিনি।
জানা গেছে, জন্মদিনের তিন দিন আগেই (২১ অক্টোবর) শুরু হয় এই উৎসব। সেদিন পরীমণির টিমের সদস্য ও মেকআপ আর্টিস্ট অর্ক তাকে আগাম কেক কেটে চমকে দেন। পরীমণি সেই মুহূর্তের ছবি প্রকাশ করেন নিজের ফেসবুক পেজে।
এরপর ২৩ অক্টোবর, জন্মদিনের আগের দিন মালয়েশিয়ার উদ্দেশে রওনা দেন তিনি। ধারণা করা হয়, বিশেষভাবে জন্মদিন উদযাপন করার জন্যই এই সফর।
জন্মদিনের দিন (২৪ অক্টোবর) মালয়েশিয়ার লংকি আইল্যান্ডে সহকর্মীদের নিয়ে কেক কেটে দিনটি উদযাপন করেন পরীমণি। ফেসবুকে নিজের কিছু ছবি প্রকাশ করে লেখেন,
“এ জীবন শুধু বেঁচে থাকার চেয়ে বাঁচা জীবন উদযাপন করাই শ্রেয়।”
তবে এখানেই শেষ নয়। জন্মদিনের চার দিন পর (২৮ অক্টোবর) তিনি আবারও নিজেকে জন্মদিনের শুভেচ্ছা জানান। ফুলের তোড়া হাতে নিয়ে পোস্ট করা ছবির ক্যাপশনে লেখেন—“নিজেকে জন্মদিনের শুভেচ্ছা।”
সবশেষ ৩০ অক্টোবর, বৃহস্পতিবার সন্ধ্যায় আবারও নিজের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেন তিনি। সেখানে তিনি লেখেন, “নিজেকে জন্মদিনের শুভেচ্ছা।”
ভিডিওতে দেখা যায়, পরীমণি একটি বিলাসবহুল রেস্তোরাঁ বা হোটেলের ভেতরে দাঁড়িয়ে আছেন। পেছনে মালয়েশিয়ার রাতের শহরের আলোকিত দৃশ্য। পরনে ঘিয়ে রঙের ফ্লোরাল প্রিন্টের গাউন, মুখে উজ্জ্বল হাসি। সামনে কয়েকটি দৃষ্টিনন্দন কেক সাজানো, প্রতিটিতে জ্বলছে মোমবাতি।
ভিডিওর শুরুতে কেকগুলোর দিকে তাকিয়ে মুগ্ধতা প্রকাশ করেন পরীমণি। এরপর হাতজোড় করে নিজেকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান। পুরো আয়োজনজুড়ে তার মুখে ঝলমলে আনন্দ।
ভক্তরাও এখন মজার ছলে বলছেন—পরীমণির জন্মদিন যেন শেষই হচ্ছে না!
নিফ্লা৭১/ওতু
বিষয়:

 ভিডিও
                                        গ্যালারী
 ভিডিও
                                        গ্যালারী 
                     
                                     
                                     
                                     
                                     
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।