শনিবার, ১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২

অভিনেত্রী রুপা দত্ত, পকেট মারাই যেনো তার নেশা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১ নভেম্বর ২০২৫, ১১:৪৫

সংগৃহীত

টলিউড ও বলিউডে কাজ করা অভিনেত্রী রূপা দত্ত আবারও চুরির অভিযোগে শিরোনামে। গত ১৫ অক্টোবর এক নারীর ব্যাগ থেকে সোনার গয়না ও নগদ টাকা চুরির ঘটনায় পুলিশ তাকে আটক করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত রূপা দত্তকে বড়বাজার থানার নন্দরাম মার্কেট এলাকার কাছ থেকে বৃহস্পতিবার রাতে সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক করা হয়। অভিযোগ অনুযায়ী, ওই নারীর ব্যাগ থেকে প্রায় ২০ গ্রাম ওজনের সোনার মঙ্গলসূত্র, ২১ গ্রাম সোনার চেন, দুটি সোনার বালা এবং নগদ ৪ হাজার টাকা চুরি হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে রূপার বাড়ি থেকে প্রায় ৬২.৯৫ গ্রাম ওজনের সোনার গয়না উদ্ধার করা হয়েছে।

যোগমায়া দেবী কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করা রূপা দত্ত অভিনয়ের আগ্রহে টলিউডে সুযোগ না পেয়ে মুম্বাই পাড়ি জমান। সেখানে তিনি ‘জয় মা বৈষ্ণো দেবী’ ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি পান। পরে অভিনেতা অঙ্কুশ হাজরার সঙ্গে ‘কেল্লাফতে’ সিনেমায়ও কাজ করেন। তবে অভিনয়জীবনের চেয়ে বর্তমানে বেশি পরিচিতি পাচ্ছেন বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে।

এর আগেও ২০২২ সালে কলকাতা বইমেলায় পকেটমারির অভিযোগে হাতেনাতে ধরা পড়েছিলেন রূপা দত্ত। তখন তার ব্যাগ থেকে নগদ ৭৫ হাজার টাকা ও একাধিক মানিব্যাগ উদ্ধার করে পুলিশ। সেই ঘটনায় তাকে জেল হেফাজতেও যেতে হয়েছিল।

এছাড়া ২০২০ সালে পরিচালক অনুরাগ কশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে বিতর্কের জন্ম দেন তিনি। পরে তদন্তে জানা যায়, রূপা ভুলবশত অন্য এক ব্যক্তির সঙ্গে কথোপকথনকে অনুরাগ কশ্যপের বলে দাবি করেছিলেন।

চুরি, পকেটমারি ও বিতর্ক— এ তিন কারণেই সাম্প্রতিক বছরগুলোতে আলোচনায় রয়েছেন অভিনেত্রী রূপা দত্ত। বর্তমানে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

 

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top