বড় পর্দায় ফিরছেন তানিয়া বৃষ্টি
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১ নভেম্বর ২০২৫, ১৩:১০
দীর্ঘ বিরতির পর আবারও রুপালি পর্দায় ফিরছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। রায়হান খানের পরিচালনায় নির্মিতব্য ‘ট্রাইব্যুনাল’ নামের একটি নতুন চলচ্চিত্রে দেখা যাবে তাকে। প্রায় ছয় বছর পর বড় পর্দায় তার প্রত্যাবর্তন হচ্ছে এই সিনেমার মাধ্যমে।
তানিয়া বৃষ্টির সর্বশেষ চলচ্চিত্র ছিল ‘গোয়েন্দাগিরি’, যা মুক্তি পায় ২০১৯ সালে। তবে ছবিটির শুটিং হয়েছিল আরও কয়েক বছর আগে। তার আগে তিনি ২০১৫ সালে আকরাম খানের ‘ঘাসফুল’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন। যদিও চলচ্চিত্রে খুব একটা নিয়মিত ছিলেন না, ছোট পর্দায় তিনি ছিলেন ব্যস্ত ও জনপ্রিয়।
অভিনেত্রী জানান, নাটকের ব্যস্ততার কারণেই এতদিন সিনেমা নিয়ে ভাবেননি। তবে ভালো গল্প ও চরিত্র পেলে ফিরবেন— এমন ইচ্ছা তার সবসময়ই ছিল। ‘ট্রাইব্যুনাল’-এর গল্প ও চরিত্রে সেই আগ্রহই তাকে আবার সিনেমায় ফিরিয়ে এনেছে।
জানা গেছে, ‘ট্রাইব্যুনাল’ একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত কোর্টরুম ড্রামা, যেখানে রয়েছে ক্রাইম থ্রিলারের উপাদানও। ছবির গল্পে উঠে আসবে ন্যায়বিচার, নৈতিকতা এবং প্রতিটি রায়ের পেছনের রাজনীতির জটিল বাস্তবতা।
সিনেমাটিতে তানিয়া বৃষ্টির সঙ্গে অভিনয় করছেন তারিক আনাম খান, আদর আজাদ, মৌসুমী হামিদ, রাকিব হোসেন ইভন, সায়রা আক্তার জাহান, মিলন ভট্টাচার্য প্রমুখ।
দীর্ঘ বিরতির পর বড় পর্দায় তার ফেরা নিয়ে উচ্ছ্বসিত তানিয়া বৃষ্টি। তিনি বলেন,
“দীর্ঘ সময় পর এমন একটি গল্পনির্ভর সিনেমায় কাজ করতে পেরে সত্যিই ভালো লাগছে। আশা করি দর্শকরা ‘ট্রাইব্যুনাল’-এ আমাকে নতুনভাবে দেখবেন।”
নিফ্লা৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।