সুরেশ দত্তের সাথে জড়িয়ে আছে আমার জীবন:আবুল হায়াত

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১ নভেম্বর ২০২৫, ১৩:৪৭

সংগৃহীত

পথিকৃৎ রূপসজ্জা শিল্পী বঙ্গজিৎ দত্তের প্রয়াণদিবস আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও হলে উদযাপন করা হবে। সন্ধ্যা ৭টায় শুরু হওয়া অনুষ্ঠানে থাকবে সম্মাননা প্রদান এবং নাটক মঞ্চায়ন।

এবারের ‘সুরেশ দত্ত সম্মাননা’ পাচ্ছেন নন্দিত অভিনেতা আবুল হায়াত। এই সম্মাননা প্রদান করা হয় সেই অভিনেতা-অভিনেত্রীকে, যিনি তিন প্রজন্মের রূপসজ্জা শিল্পীর হাতে মেকআপ নিয়েছেন। আবুল হায়াত বলেন,

“যে কোনো সম্মাননা পেতে ভালোই লাগে। কাজের আনন্দ বাড়িয়ে দেয়। এটি আমার কাছে একটি বিশেষ সম্মাননা। সুরেশ দত্তের জীবনের সঙ্গে আমার জীবন জড়িয়ে আছে। অভিনয় জীবনে অনেক মেকআপ নিয়েছি তাঁর হাতে, পরবর্তীতে বঙ্গজিৎ দত্ত ও বর্তমান প্রজন্মের শুভাশীষ দত্তের হাতে নিয়েছি। এটি আমার কাছে লিজেন্ডারি ব্যাপার।”

অপরদিকে, ‘বঙ্গজিৎ দত্ত সম্মাননা’ প্রদান করা হবে তিন শতাধিক চলচ্চিত্রে কাজ করা রূপসজ্জাশিল্পী সামসুল ইসলাম সামসুকে।

বঙ্গজিৎ দত্ত প্রয়াণদিবস উদযাপন পার্ষদের আহ্বায়ক শুভাশীষ দত্ত তন্ময় বলেন,

“নাট্যজগতের প্রতি বঙ্গজিৎ দত্তের অবদান স্মরণীয় রাখতে গত এক দশক ধরে আমরা আয়োজন করে আসছি—রূপসজ্জা কর্মশালা, গুণীজন সম্মাননা, স্মৃতিচারণ ও নাটক মঞ্চায়ন, সনদ প্রদান, ‘সুরেশ দত্ত সম্মাননা’ ও ‘বঙ্গজিৎ দত্ত সম্মাননা’। আজ আমরা বরেণ্য শিল্পী আবুল হায়াত ও রূপসজ্জাশিল্পী সামসুল ইসলামকে সম্মাননা দিতে পেরে গর্বিত।”

অনুষ্ঠানের সমাপনী আয়োজন হিসেবে মঞ্চস্থ হবে নাটক ‘উত্তরণ’। অপূর্ব কুমার কুন্ডু রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন শুভাশীষ দত্ত তন্ময়। এটি বিবেকানন্দ থিয়েটার প্রযোজিত নাটকের ৩৭তম প্রদর্শনী। নাটকটি একজন পথভ্রষ্ট মানুষের সঠিক পথে ফেরার কাহিনি নিয়ে রচিত, যা মানুষের অন্তরজাগরণ ও উত্তরণের গল্প বলে।

প্রসঙ্গত, রূপসজ্জাশিল্পী সুরেশ দত্তের যোগ্য উত্তরাধিকারী ছিলেন বঙ্গজিৎ দত্ত। স্বাধীন বাংলাদেশের নাট্যচর্চায় তিনি এক অনন্য নাম ছিলেন। ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর এই শিল্পী হোমিও চিকিৎসক, নাট্যকার ও মঞ্চনির্মাতা হিসেবেও পরিচিত ছিলেন। ১৮টি নাটকের নাট্যকার বঙ্গজিৎ দত্তের দুটি নাটক নিয়মিতভাবে মঞ্চায়িত হয়ে আসছে। তিনি ‘মেঘদূত নাট্যগোষ্ঠী’র প্রতিষ্ঠাতা হলেও রূপসজ্জা শিল্পে নিজেকে সম্পূর্ণভাবে নিবেদিত করেছিলেন।

 

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top