শনিবার, ১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২

'অপু আমাকে নয়,আমিই অপুকে বাদ দিয়েছি':গৌতম সাহা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১ নভেম্বর ২০২৫, ১৪:১৫

সংগৃহীত

ফ্যাশন দুনিয়ার জনপ্রিয় কোরিওগ্রাফার গৌতম সাহা এখন আর চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে কাজ করছেন না। সম্প্রতি রাজধানীর এক অনুষ্ঠানে এ বিষয়ে খোলাখুলি কথা বলেছেন তিনি।

গৌতম সাহা বলেন,

“অপুর সঙ্গে আমার এখন কাজ হচ্ছে না। কারণ আমি অপুর সঙ্গে রাগ করেছি। অনেকে ভাবছেন অপু আমাকে বাদ দিয়েছে, কিন্তু তা সত্যি নয়। আমি নিজেই তাকে বাদ দিয়েছি। আমাদের মধ্যে কোনো ঝগড়া হয়নি, তবে কিছু মনোমালিন্য আছে। বিশেষ দিনগুলোতে আমরা এখনও একে অপরকে শুভেচ্ছা জানাই। সম্পর্ক এখনও ভালো আছে।”

নিজের কাজের প্রসঙ্গ টেনে তিনি জানান,

“অনেকে মনে করেন আমি শুধু অপু, বুবলী বা প্রথম সারির অভিনেত্রীর সঙ্গে কাজ করি, কিন্তু তা নয়। আমি সবার সঙ্গে কাজ করি।”

ভবিষ্যতে অপু বিশ্বাসের সঙ্গে কাজ হবে কি না তা নিয়ে গৌতম বলেন,

“এখন রাগের কারণে আমি তাকে কাজে নিইনি। হয়তো কখনো হবে, হয়তো না—সময়ই দেখাবে।”

ফ্যাশন, পোশাক ও মেকআপের কাজ নিয়ে বিখ্যাত গৌতম সাহার পরিচালনায় মডেলরা ছবি ও ভিডিওতে সুন্দরভাবে উপস্থাপিত হন। অপু বিশ্বাস ও বুবলীর পাশাপাশি দীঘি, বারিশ, মিমসহ বহু তারকার সঙ্গে তার কাজের অভিজ্ঞতা রয়েছে।

 

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top