শাবনূরকে আটকে রাখেন ডলি জহুর, শেষবারের মতো দেখতে দেয়নি সালমানকে
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১ নভেম্বর ২০২৫, ১৫:৩৭
জনপ্রিয় অভিনেত্রী শাবনূর শেষবারের মতো শারীরিক উপস্থিতিতে সালমান শাহকে দেখতে যাননি—এই নিয়ে বহু প্রশ্ন থাকলেও এবার বিষয়টি স্পষ্ট করেছেন অভিনেত্রী ডলি জহুর।
ডলি জানান, সেদিন তিনি শাবনূরের বাসায় ছিলেন। শাবনূরের বাড়ির টেলিফোনে ফোন আসার মাধ্যমে তিনি জানতে পারেন সালমান মারা গেছেন। তিনি বলেন, “আমরা যারা একসঙ্গে শুটিং করছিলাম, তাদের স্কিনে মেকআপের এলার্জি হয়েছিল। শাবনূরের গলার কাছে মেকআপ নেওয়ার কারণে তার এলার্জি বেশি। সে তখন সিঙ্গাপুরে চিকিৎসা করাতে গিয়েছিল। আমি ভাবলাম ওর প্রেসক্রিপশন দেখে নিই, তাই বাড়ি থেকে বের হয়েছি।”
ডলি জহুর বর্ণনা করেন, বাসায় পৌঁছানোর পর মণ্ডল নামের একজন পরিচালক ফোন দিয়ে জানান, সালমানকে হলি ফ্যামিলিতে নেওয়া হচ্ছে না এবং তিনি ঢাকায় মেডিকেলে পাঠানো হচ্ছে। ফোনের খবর শুনে শাবনূর প্রচণ্ড নার্ভাস হয়ে যান। ডলি বলেন, “ও চিল্লাচিল্লি শুরু করলো, অনেক কান্নাকাটি করছিল। আমি তাকে শান্ত করতে চেষ্টা করলাম। সারাদিন বাসায় ছিলাম, রাত ১২টা পর্যন্ত।”
তিনি আরও বলেন, নির্মাতা এহতেশাম শাবনূরকে বাসা থেকে বের হতে বাধা দেন। ডলি জানান, “শাবনূর পাগলামি শুরু করেছিল। ওর মা বাসায় ছিলেন না, তাই তাকে আটকে রাখতে আমাকে নির্দেশ দেওয়া হয়েছিল। তার চিল্লানি, কান্না এবং নার্ভাস অবস্থা দেখা সত্যিই কষ্টকর ছিল।”
ডলি জহুরের বর্ণনা থেকে জানা যায়, সালমান শাহর অকাল প্রয়াণের মুহূর্তে শাবনূর মানসিকভাবে কতটা ব্যথা ও হতাশার মধ্যে ছিলেন, তা স্পষ্টভাবে বোঝা যায়।
নিফ্লা৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।