সোনাক্ষী সিনহার অভিনয় যাত্রা: পুরো কৃতিত্ব সালমান খানের

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১ নভেম্বর ২০২৫, ১৫:৪৭

সংগৃহীত

বলিউডে ‘দাবাং’ সিনেমা দিয়ে ২০১০ সালে অভিষেক ঘটে সোনাক্ষী সিনহার। সিনেমাটি ব্যবসায়িকভাবে সফল হওয়ায় তার ক্যারিয়ার ত্বরান্বিত হয় এবং এরপর থেকে দর্শক মন জয় করে অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

এক যুগেরও বেশি সময় পার করে, সম্প্রতি সোনাক্ষী মুখ খুলেছেন তার অভিনয় জীবনের প্রথম দিনগুলো এবং অভিনেত্রী হয়ে ওঠার পেছনের প্রভাবের বিষয়ে। তিনি জানান, তার ক্যারিয়ারের পেছনে সবচেয়ে বড় প্রভাব সালমান খান এবং তাঁর পরিবার।

সোনাক্ষী বলেন, “আমার বাবা এবং সেলিম খান সাহেব বহু বছরের বন্ধু। আমরা সালমানের বাড়িতে গণেশ পূজা বা দীপাবলির মতো অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করতাম। এক অনুষ্ঠানে আমি ফ্যাশন ডিজাইনার হিসেবে গিয়ে সেখানে সেলিম সাহেব আমাকে বলেছিলেন, ‘কেন তুমি সময় নষ্ট করছ? তুমি অভিনয় করো।’”

তিনি আরও বর্ণনা করেন, “এক ফ্যাশন শোতে সালমান ও তার পরিবারের সঙ্গে আমার দেখা হয়। তিনি জানতে চান, আমি সেখানে কী করছি এবং মজা করে বলেন, তার উপার্জনে আমাকে নৈশভোজে নিয়ে যেতে হবে। এরপর অমৃতা আরোরার বিয়েতে আমি আরবাজ খানের কাছ থেকে ‘দাবাং’ ছবিতে অভিনয়ের প্রস্তাব পাই। আমি শুরুতে বিষয়টাকে খুব গুরুত্ব দিইনি, কিন্তু পরের দিন শুটিং ফ্লোরে গিয়ে বুঝতে পারি, হ্যাঁ, এটাই আমার জায়গা।”

সোনাক্ষীর এই বর্ণনা স্পষ্ট করে যে, তার অভিনয় জীবনের শুরুটা শুধু সুযোগেরই ফল নয়, বরং সালমান খান এবং তাঁর পরিবারের উৎসাহ ও সমর্থনের কারণে সম্ভব হয়েছিল।

 

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top