শনিবার, ১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২

হ্যালোইনের মজায় মাতোয়ারা শাবনূর

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১ নভেম্বর ২০২৫, ১৫:৫১

সংগৃহীত

প্রতি বছরের ৩১ অক্টোবর পালিত হয় ঐতিহ্যবাহী হ্যালোইন উৎসব। পশ্চিমা বিশ্বে জাঁকজমকভাবে উদযাপিত হলেও বর্তমানে বিশ্বের প্রায় সব দেশেই এটি পালিত হয়। উৎসবটির ইতিহাস প্রায় ২০০০ বছরের পুরোনো। মূলত এটি মৃত আত্মাদের স্মরণে উদযাপিত হয়, যদিও অনেকেই ভুতের সাজে অংশগ্রহণ করেন।

এবার হ্যালোইনে ভুতের সাজে নজর কেড়েছেন চিত্রনায়িকা শাবনূর। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে তিনি তাঁর ছেলে আইজানের সঙ্গে ভুতের সাজে ছবি শেয়ার করেছেন। ছবিতে শাবনূরের চোখের একদিক থেকে রক্ত পড়ছে। শাবনূর নিজেই জানিয়েছেন, ছবিতে তিনি ভুত নয়, ডাইনির সাজে সেজেছেন।

শাবনূর পোস্টে লিখেছেন, “আমি সাধারণ মা নই, আমি একজন দুর্দান্ত মা- যিনি একজন ডাইনিও! হ্যালোইনের শুভেচ্ছা বাচ্চারা!” পোস্টের শেষে তিনি উল্লেখ করেছেন, “এটা শুধু মজা করার জন্য।”

শাবনূরের এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়েছে এবং নেটিজেনদের মধ্যে খুশি ও মজার প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

 

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top